Entertainment & Discussions > Jokes

Laugh collection

<< < (10/12) > >>

Golam Kibria:
আইফেল টাওয়ার

দুই চাপাবাজের মধ্যে আলাপ হচ্ছে-
প্রথম চাপাবাজ: জানিস মাঝে মাঝে ইচ্ছে হয় ফ্রান্সের আইফেল টাওয়ারটা কিনে ফেলি।
দ্বিতীয়চাপাবাজ: অত সহজ না বন্ধু! ওটা আমি বেচলেতো।

Golam Kibria:
ঘুমের মধ্যে টের পাইনি

: জানিস, কাল রাতে আমরা যখন ঘুমিয়ে ছিলাম, তখন আমাদের বাড়িতে চোর এসেছিল।
: ঘুমের মধ্যে টের পেলি কীভাবে?
: ঘুমের মধ্যে টের পাইনি, সকালে উঠে টের পেয়েছি।

Golam Kibria:
ছিনতাইকারী কিছুই নিতে পারেনি

: আজ পর্যন্ত ছিনতাইকারী আমার কাছ থেকে কিছুই নিতে পারেনি, কেন জানিস?
: কেন?
: কারণ, এখন পর্যন্ত আমি ছিনতাইকারীর কবলে পড়িনি।

Golam Kibria:
চড় না মেরেই গাল লাল

: আমার হাতে অনেক শক্তি। এক চড় মেরে বল্টুর গাল লাল করে দিয়েছিলাম।
: হুহ্‌। এ আর এমন কী, আমি তো চড় না মেরেই গাল লাল করেছি। পিওর লাল।
: কীভাবে?
: রং দিয়ে।

Golam Kibria:
ঝামেলার নিষ্পত্তি

: জানিস, আমার খালা-খালু এখন আর ঝগড়া করে না।
: বাহ্‌। ঝামেলার নিষ্পত্তি হয়েছে তাহলে।
: অনেকটা সে রকমই, তাঁদের ডিভোর্স হয়ে গেছে।

Navigation

[0] Message Index

[#] Next page

[*] Previous page

Go to full version