Entertainment & Discussions > Jokes

Laugh collection

<< < (11/12) > >>

Golam Kibria:
উকিল ডাকছি

স্ত্রী: কী বললে তুমি, উত্তরার বাড়িটা আমার নামে লিখে দেবে না? ঠিক আছে, আমি চললাম বাপের বাড়ি।
স্বামী: দাঁড়াও, আমি উকিল ডাকছি।
স্ত্রী: বাড়িটা লিখে দেওয়ার ব্যাপারে?
স্বামী: না, ডিভোর্সের ব্যাপারে।

Golam Kibria:
ফ্যান বন্ধ করে ঘুমাই

: জানিস, আমরা না ফ্যান বন্ধ করে ঘুমাই।
: সেকি! এই প্রচণ্ড গরমে তোরা ফ্যান ছাড়া ঘুমাস কী করে?
: কেন, এসি চালিয়ে।

Golam Kibria:
বাড়ির ভেতরে আগুন

: জানিস, কাল না আমাদের বাড়ির ভেতরে আগুন জ্বলে উঠেছিল।
: বলিস কী, কোথায়?
: কোথায় আবার, চুলায়।

Golam Kibria:
ক্রেতা হারালাম

ফুলের দোকানের মালিককে জিজ্ঞেস করা হলো: আপনার চেহারা এমন মলিন কেন?
মালিক: আর বলবেন না, সারা বছর প্রতিদিন যে যুবক আমার এখান থেকে ফুল কিনত, কাল তার বিয়ে!
ক্রেতা: তাতে আপনি কষ্ট পাচ্ছেন কেন? আপনার তো খুশি হওয়ার কথা!
মালিক: আপনি তার কী বুঝবেন? আমি যে একজন নিয়মিত ক্রেতা হারালাম!

Golam Kibria:
নবীন বিশেষজ্ঞ ও প্রবীণ বিশেষজ্ঞের মধ্যে পার্থক্য

নবীন বিশেষজ্ঞ ও প্রবীণ বিশেষজ্ঞের মধ্যে পার্থক্য কী?
উত্তর: নবীন বিশেষজ্ঞ কাজ জানে না আর প্রবীণ বিশেষজ্ঞ কাজ করে না।

Navigation

[0] Message Index

[#] Next page

[*] Previous page

Go to full version