Flexible Smartphone !!!

Author Topic: Flexible Smartphone !!!  (Read 1501 times)

Offline wahid

  • Full Member
  • ***
  • Posts: 116
    • View Profile
Flexible Smartphone !!!
« on: January 18, 2013, 10:19:01 PM »
নমনীয় বা সহজেই ভাঁজ করা যাবে, এমন স্মার্টফোন তৈরির পথে গবেষকেরা। ৮ থেকে ১১ জানুয়ারি লাসভেগাসে অনুষ্ঠিত সিইএস মেলায় ‘ইয়াম’ নামের এমন একটি নমনীয় স্মার্টফোন প্রদর্শিত হয়। স্মার্টফোনটি তৈরি করেছে স্যামসাং।
টেলিগ্রাফ অনলাইনের এক খবরে বলা হয়েছে, নমনীয় স্মার্টফোন তৈরিতে আরও একধাপ এগিয়ে গেছেন দক্ষিণ কোরিয়ার গবেষকেরা। সম্প্রতি তরল পদার্থের মতো এক ধরনের ব্যাটারি উদ্ভাবন করেছেন তাঁরা। উলসান ন্যাশনাল ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির গবেষকেরা তরল পদার্থের মতো পলিমার ইলেকট্রোলাইট তৈরি করেছেন, যা ব্যাটারির মতো কাজ করতে পারে।



স্যামসাং, নকিয়ার মতো প্রতিষ্ঠানগুলো ইতিমধ্যে নমনীয় বা সহজেই ভাঁজ করে রাখা যায়, এমন পণ্য তৈরিতে আগ্রহ দেখিয়েছে। নমনীয় পণ্য তৈরি করতে গেলে ব্যাটারিও নমনীয় হওয়া চাই।
গবেষকেরা জানিয়েছেন, নমনীয় ব্যাটারির উদ্ভাবনে ভবিষ্যতে বড় পর্দার বিভিন্ন পণ্য সহজেই ভাঁজ করে পকেটে রাখা সম্ভব হবে। স্থানান্তরযোগ্য পণ্যের মধ্যে মুঠোফোন, ট্যাবলেট ও ই-রিডার তৈরির সময় পকেটের নির্দিষ্ট মাপ মাথায় রাখতে হয় নির্মাতাদের। তবে নমনীয় ও ভাঁজ করার সুবিধা থাকলে মাপের বিষয়টি নিয়ে মাথা ঘামাতে হবে না।
গবেষকেরা বর্তমানে ই ইঙ্ক ও ওএলইডি প্রযুক্তির নমনীয় স্ক্রিন বা পর্দা তৈরিতে কাজ করছেন। নমনীয় পর্দার পাশাপাশি নমনীয় ব্যাটারি তৈরি করা সম্ভব হলে সহজেই ভাঁজ করা যায় এমন পণ্য তৈরির ক্ষেত্রে আরও এগিয়ে যাবে প্রতিষ্ঠানগুলো।
২০১২ সালের আগস্ট মাসে এ সমস্যা সমাধানে কোরিয়া অ্যাডভান্সড ইনস্টিটিউশন অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির গবেষকেরা অত্যন্ত পাতলা লিথিয়াম আয়নের ব্যাটারি তৈরি করার কথা জানিয়েছিলেন।
এদিকে, নমনীয় ডিসপ্লে তৈরিতে একধাপ অগ্রসর হয়েছে গরিলা গ্লাস নির্মাতা কর্নিং। প্রতিষ্ঠানটি ‘উইলো’ নামে নমনীয় ডিসপ্লে তৈরিতে কাজ করছে বলেই জানা গেছে।



Source : http://www.prothom-alo.com/detail/date/2013-01-18/news/322416