আসছে পরিবেশবান্ধব লেজার কুলিং সিস্টেম

Author Topic: আসছে পরিবেশবান্ধব লেজার কুলিং সিস্টেম  (Read 1229 times)

Offline tany

  • Faculty
  • Sr. Member
  • *
  • Posts: 401
  • Tajmary Mahfuz,Assistant Professor,Dept of GED
    • View Profile
লেজার রশ্মি ব্যবহার করেই ক্যাডমিয়াম সালফাইড নামের এক ধরনের বিশেষ সেমিকন্ডাক্টরকে ঠা-া করতে সক্ষম হয়েছেন সিঙ্গাপুরের নানইয়াং টেকনোলজিকাল ইউনিভার্সিটি (এনটিইউ)-এর বিজ্ঞানীরা। গিজম্যাগ জানিয়েছে, এই প্রযুক্তি ব্যবহারে আকারে ছোট কম্পিউটার চিপ তৈরি করা সম্ভব, যা নিজেই তাপ নিয়ন্ত্রণ করবে।
লেজার কুলিং সিস্টেম নিয়ে গবেষণায় নেতৃত্ব দেন এনটিইউ-এর স্কুল অফ ফিজিকাল অ্যান্ড ম্যাথমেটিকাল সায়েন্সের সহ-অধ্যাপক ঝিওং কাইহা। লেজার রশ্মি ব্যবহার করে ক্যাডমিয়াম সালফাইডের তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস থেকে কমিয়ে মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসে নামিয়ে আনতে সক্ষম হন বিজ্ঞানীরা।

বর্তমানে ম্যাগনেটিক রিজোনেন্স ইমেজার (এমআরআই) থেকে শুরু করে রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, স্যাটেলাইট ক্যামেরায় ব্যবহৃত কুলিং সিস্টেম-এর সবগুলোই প্রচুর পরিমাণে বিদ্যুৎ শক্তি খরচ করে। পাশাপাশি এই যন্ত্রগুলোর অনেকগুলো থেকেই প্রচুর গ্রিনহাউজ গ্যাস নির্গত হয়। গতানুগতিক কুলিং সিস্টেমের এই সমস্যাগুলোর সমাধান করতে পারে লেজার কুলিং সিস্টেমটি।

গ্রিনহাউজ গ্যাস ব্যবহার করবে না, এমন এয়ারকন্ডিশনার ও রেফ্রিজারেটর তৈরিও সম্ভব একই প্রযুক্তি দিয়েই।

এমনকি কম্পিউটারের ব্যবহার এবং এর গতি যতোই বাড়ছে, ততোই প্রয়োজন বাড়ছে এর কার্যক্ষমতা অক্ষত রাখতে শক্তিশালী কুলিং সিস্টেম ব্যবহারের। সিঙ্গাপুরের বিজ্ঞানীদের তৈরি লেজার কুলিং প্রযুক্তি ব্যবহার করে আকারে আরো ছোট কম্পিউটার চিপ তৈরি করা যেতে পারে যা নিজেই নিয়ন্ত্রণ করবে তাপমাত্রা।
Tajmary Mahfuz
Assistant Professor
Department of GED

Offline nayeemfaruqui

  • Sr. Member
  • ****
  • Posts: 294
    • View Profile
Dr. A. Nayeem Faruqui
Assistant Professor, Department of Textile Engineering, DIU