Food that will keep you healthy and calm in your workplace

Author Topic: Food that will keep you healthy and calm in your workplace  (Read 1111 times)

Offline arefin

  • Hero Member
  • *****
  • Posts: 1173
  • Associate Professor, Dept. of ETE, FE
    • View Profile
Food that will keep you healthy and calm in your workplace
« on: February 27, 2013, 11:13:33 AM »
নিম্নে আলোচিত খাবার থেকে অন্তত দুটি খাবার প্রতিদিন খাওয়ার চেষ্টা করুন। আপনাকে প্রতিদিনের কর্মচঞ্চল সময় কে আনন্দময় করে তুলবে।

মিষ্টি আলু- সাধারণ আলুর বিকল্প এই আলুর মাঝে ফলিয়েট নামক উপাদান আছে যার কারণে রক্তে শর্করার মাত্রা স্বাভাবিক থাকে, এবং মেজাজ ঠান্ডা রাখে।

চীনাবাদাম - মন থেকে উদ্বেগ দূর করে মেজাজ ভালো করার রাসায়নিক উপাদান সেলেনিয়াম আছে চীনা বাদামে। চীনা বাদাম খুব সহজলভ্য এবং সস্তা। তাই মেজাজ খারাপ লাগলে খেয়ে ফেলুন চীনা বাদাম।

তৈলাক্ত মাছ - সামুদ্রিক মাছ এবং তৈলাক্ত মাছে আছে ওমেগা ৩ ও ফ্যাটি এসিড যা আমাদের মনোযোগ বৃদ্ধিতে সাহায্য করে এবং মেজাজ খারাপ হওয়ার পথে বাধা সৃষ্টি করে।

ডিম - ডিমে প্রচুর পরিমাণে জিঙ্ক আছে। জিঙ্ক আমাদের হজমে সহায়তা করে এবং রক্তে শর্করা নিয়ন্ত্রণ করে, আমাদের আলস্য দূর করে এবং কাজে শক্তি যোগায়।

দই - দই এ প্রচুর ক্যালসিয়াম এবং প্রোটিন আছে। এছাড়াও দই আমাদের উদ্বেগ ও হতাশা দূর করে মন রাখতেও অত্যন্ত ভালো কাজ করে।

পালং শাক - আয়রন সমৃদ্ধ, একটি অত্যন্ত কার্যকর ক্লান্তি-নাশক। এতে ভিটামিন বি ৬ এবং ফলিয়েট আছে, যা মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে এবং মেজাজ ভালো রাখতে সাহায্য করে।
“Allahumma inni as'aluka 'Ilman naafi'an, wa rizqan tayyiban, wa 'amalan mutaqabbalan”

O Allah! I ask You for knowledge that is of benefit, a good provision and deeds that will be accepted. [Ibne Majah & Others]
.............................
Taslim Arefin
Assistant Professor
Dept. of ETE, FE
DIU