IT Help Desk > Telecom Forum

Smart Phone.

(1/4) > >>

Mohammed Abu Faysal:
চোখ চালাবে স্মার্টফোন!
চোখ দিয়েই স্মার্টফোন নিয়ন্ত্রণ করা যাবে। এর জন্য বেশি দিন অপেক্ষা করতে হবে না। স্যামসাংয়ের 'গ্যালাক্সি এস-ফোর' স্মার্টফোনেই পাওয়া যাবে এ সুবিধা। ১৪ মার্চ বাজারে আসবে ফোনটি। এরই মধ্যে 'আই স্ক্রল' প্রযুক্তির প্যাটেন্টের জন্য আবেদনও করেছে স্যামসাং। এর সাহায্যে ব্যবহারকারী স্মার্টফোনে কোনো লেখা বা ই-মেইল পড়তে পড়তে নিচে চলে গেলে আপনা থেকেই পেইজটির পরবর্তী অংশ উপরে উঠে আসবে। ফলে ফোনটি স্পর্শ না করে শুধু চোখ উঠিয়ে বা নামিয়ে আগে-পরে যাওয়া-আসা করতে পারবেন ব্যবহারকারী।
নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। এ বিষয়ে অবশ্য কোনো তথ্য জানাননি স্যামসাংয়ের প্রধান পণ্য কর্মকর্তা কেভিন প্যাকিংহাম। তবে তিনি একে 'আশ্চর্যজনক ফোন' নামে অভিহিত করেছেন।


Ref: http://www.kalerkantho.com/?view=details&type=gold&data=news&pub_no=1174&cat_id=1&menu_id=61&news_type_id=1&index=2

sushmita:
Waiting for watching this phone.

Mohammed Abu Faysal:
শত কোটি টাকার আইফোন
আইফোনটির গায়ে লাগবে ২৬ ক্যারোট কালো হীরা। আরও থাকবে ৬০০টি সাদা হীরা, যার ৫৩টি দিয়ে তৈরি হবে অ্যাপলের লোগো। ফোনটির পুরো শরীর সোনা দিয়ে মোড়ানো হবে। হংকংয়ের জো নামের এক ব্যবসায়ী উত্তরাধিকার সূত্রে পাওয়া এসব সম্পদ দিয়ে গড়েছেন পৃথিবীর সবচেয়ে এ দামি আইফোন। এ জন্য তিনি যুক্তরাজ্যের নকশাবিদ স্টুয়ার্ট হিউয়ের সঙ্গে যোগাযোগ করেছেন। ২০১১ সালে একটি আইফোন ৪এসের গায়ে ৫০০ হীরা লাগিয়েছিলেন হিউ। এবার জো এর হয়ে হিউ গড়ছেন আইফোন ৫ ব্ল্যাক ডায়মন্ড।
আইফোনটির মূল্য দাঁড়াবে প্রায় ১১৭ কোটি টাকায় (১৫ মিলিয়ন ডলার)।

Mohammed Abu Faysal:
জুনেই আসছে ফায়ারফক্স স্মার্টফোন
মজিলা এ বছরের জুন মাসে তাদের ফায়ারফক্স অপারেটিং সিস্টেম-চালিত স্মার্টফোনগুলো বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। নয়টি দেশে ছাড়া হবে এই স্মার্টফোন। দেশগুলো হলো ব্রাজিল, কলাম্বিয়া, হাঙ্গেরি, মেক্সিকো, মন্টেনিগ্রো, পোল্যান্ড, সার্বিয়া, স্পেন ও ভেনেজুয়েলা। সম্প্রতি অল থিংস ডির একটি মোবাইল সম্মেলন অনুষ্ঠানে মজিলার প্রধান নির্বাহী কর্মকর্তা গ্যারি কোভাকস জানিয়েছেন, জুনে প্রথমে পাঁচটি দেশে স্মার্টফোনগুলো ছাড়া হবে। পরবর্তীকালে এ বছরের মধ্যে অবশ্যই সেগুলো নয়টি দেশে পাওয়া যাবে।
এ বছরের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে ফায়ারফক্স চালিত কয়েকটি স্মার্টফোন অবমুক্ত করে অ্যালকাটেল ও জেডটিই। অবশ্য এখন পর্যন্ত এদের কোনোটিই বাজারে আসেনি। মজিলা ওএস চালিত স্মার্টফোন বাজারে আনার জন্য জেডটিই ও অ্যালকাটেলের সঙ্গে চুক্তি করেছে। মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে জেডটিই অবমুক্ত করে ‘জেডটিই ওপেন’ এবং অ্যালকাটেল অবমুক্ত করে তাদের এন্ট্রি-লেভেল স্মার্টফোন ‘অ্যালকাটেল ওয়ান টাচ ফায়ার’। সনিও আগামী বছর তাদের ফায়ারফক্স চালিত স্মার্টফোন বাজারে আনার পরিকল্পনার কথা জানিয়েছে। প্রতিষ্ঠানটি ইতিমধ্যেই তাদের বাজেট হ্যান্ডসেট ‘এক্সপেরিয়া ই’-এর জন্য ফায়ারফক্স ওএস অবমুক্ত করেছে।
ফায়ারফক্স ওএস হচ্ছে এইচটিএমএল ৫ নির্ভর এবং পুরোপুরি মুক্ত সফটওয়্যার।তাই জেডটিই ব্যবহারকারীরা তাদের যন্ত্রে বিভিন্ন ওয়েব অ্যাপ্লিকেশন চালাতে পারবে। শুধু তা-ই নয়, ডেভেলপাররা ওপেন সোর্সটি ইচ্ছামতো পরিবর্তন এবং পরিবর্ধনও করতে পারবে। তা ছাড়া এতে নতুন নতুন সুবিধা ও কনটেন্টও থাকবে। তবে স্মার্টফোনগুলোর দামের ব্যাপারে কোনো কিছু জানা যায়নি।


Ref:-http://www.prothom-alo.com/detail/date/2013-04-20/news/346106

Mohammed Abu Faysal:
আইফোন ও উইন্ডোজ ফোনের জন্য ‘হোম’
সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকের স্মার্টফোন অ্যাপ্লিকেশন ‘হোম’ এবার আসছে অ্যাপলের আইফোন ও উইন্ডোজ-চালিত স্মার্টফোনের জন্য। এর আগে শুধু অ্যান্ড্রয়েড-চালিত স্মার্টফোনের জন্য এ অ্যাপটি চালু করেছিল ফেসবুক। সম্প্রতি ফেসবুকের পরিচালক (পণ্য) অ্যাডাম মোসেরি এ তথ্য জানিয়েছেন। এ ব্যাপারে মাইক্রোসফট ও অ্যাপলের সঙ্গে আলোচনা চলছে বলেও জানা গেছে। তবে শুধু স্মার্টফোনই নয় ট্যাবলেটেও নতুন এ অ্যাপসটি যোগ করার ব্যাপারে কাজ চলছে।
‘হোম’ অ্যাপের মাধ্যমে ফেসবুকের সর্বশেষ সব হালনাগাদ তথ্য (ফিড) স্মার্টফোনের পর্দায়ই পাওয়া যাবে। অর্থাৎ ‘হোম’ অ্যাপস ব্যবহার করলে ফেসবুকের অ্যাপসে না গিয়েই মূল স্মার্টফোনের পর্দায়ই পাওয়া যাবে ফেসবুকের সর্বশেষ হালনাগাদ তথ্য। শুধু তথ্যই নয় করা যাবে চ্যাটও। ‘চ্যাট হেডস’ নামের বিশেষ চ্যাট সুবিধার মাধ্যমে পর্দা থেকেই চ্যাট করা যাবে বন্ধুদের সঙ্গে। আর অ্যাপস থেকে যেসব কাজ করা যেতে, যেমন—সর্বশেষ অবস্থার হালনাগাদ, কমেন্ট, লাইক দেওয়াসহ সব ধরনেরও কাজও ‘হোম’ অ্যাপসের মাধ্যমে স্মার্টফোনের মূল পর্দা থেকেই করা যাবে। প্রতিটি নোটিফিকেশন আলাদাভাবে চলে আসবে।
এ বিষয়ে ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ জানান, অ্যান্ড্রয়েড যেহেতু মুক্ত সোর্সের আওতায় তাই আমরা শুরুতে অ্যান্ড্রয়েডে হোম সুবিধাটি যুক্ত করেছি। ক্রমান্বয়ে যাতে অন্য অপারেটিং সিস্টেম চালিত স্মার্টফোন, ট্যাবলেটেও এ সুবিধা পাওয়া যায় সে বিষয়েও আলোচনা চলছে।

Ref:- http://www.prothom-alo.com/detail/date/2013-04-24/news/347174.

Navigation

[0] Message Index

[#] Next page

Go to full version