IT Help Desk > Telecom Forum
Smart Phone.
Mohammed Abu Faysal:
কল এলে আকার বদলাবে মুঠোফোন!
মোবাইল ফোন বেজেই চলেছে অথচ আপনি টের পাচ্ছেন না বা কল এসেছে কী-না তা বুঝতে পারছেন না? গবেষকেরা সম্প্রতি এমন একটি নমনীয় স্মার্টফোন স্ক্রিন উদ্ভাবন করেছেন যা মোবাইল ফোনে কল বা বার্তা এলে ভিন্নরকমের সংকেত দিতে পারে। গবেষকেরা জানিয়েছেন, কল বা বার্তা এলে স্মার্টফোনের স্ক্রিনটি কুঁকড়ে ভাঁজ হয়ে থাকবে বা লাফালাফি করতে থাকবে।
বর্তমানে মোবাইল ফোনে কল বা বার্তা এলে ভাইব্রেশন বা রিং টোনের মাধ্যমে তা ব্যবহারকারী টের পান। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল এ তথ্য জানিয়েছে।
কানাডার কুইন্স বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা ‘মোরফোন’ নামের নমনীয় স্মার্টফোন স্ক্রিনটি তৈরিতে কাজ করছেন। গবেষকেরা জানিয়েছেন, এখনও প্রোটোটাইপ পর্যায়ে রয়েছে স্মার্টফোনের নতুন এ প্রযুক্তি। বিশেষ মেমোরি চিপের সাহায্যে তৈরি এ প্রযুক্তিটি ইলেকট্রনিক সংকেত পেলে কুঁকড়ে ভাঁজ হয়ে যায় বা লাফাতে থাকে।
Ref:-
Mohammed Abu Faysal:
আসছে ১৬-লেন্স ক্যামেরার স্মার্টফোন
নকিয়া এবার ক্যামেরা-সমৃদ্ধ স্মার্টফোনে ক্যামেরার মান আরও উন্নত করার ঘোষণা দিয়েছে। মোবাইল ফোন নির্মাতা এই প্রতিষ্ঠানটি এবার স্মার্টফোনে যোগ করতে যাচ্ছে ‘পেলিক্যান ইমেজিং’-এর তৈরি ১৬-লেন্স ক্যামেরা। নকিয়া অনেক দিন ধরেই পেলিক্যান ইমেজিংয়ের পেছনে বিনিয়োগ করে আসছে। আর এই বিনিয়োগের পরিমাণ আগের চেয়েও বাড়িয়েছে নকিয়া।
সম্প্রতি পেলিক্যানের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রিস পিকেট বলেছেন, একটি মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান ১৬-লেন্স ক্যামেরাসহ স্মার্টফোন বাজারে আনার ব্যাপারে তাঁদের সঙ্গে কথা বলেছে। কিন্তু তিনি বলেননি, ঠিক কোন প্রতিষ্ঠানটি তাঁদের সঙ্গে কথা বলেছে। তবে যেহেতু নকিয়া তাঁদের পেছনে বিনিয়োগ করে আসছে এবং তারা উন্নতমানের ক্যামেরাসহ স্মার্টফোন বাজারে আনছে, তাই ধারণা করা হচ্ছে, নকিয়াই আনতে যাচ্ছে পেলিক্যান ১৬-লেন্স ক্যামেরার প্রথম স্মার্টফোন।
পেলিক্যানের এ ক্যামেরায় ১৬টি লেন্স থাকার কারণে প্রতিটি ছবি তোলার সময় শাটার চাপার সঙ্গে সঙ্গে প্রত্যেকটি পিক্সেল খুব ভালোভাবে ছবি ধারণ করতে পারবে। আর এর ফলে খুবই উন্নতমানের ছবি পাওয়া যাবে। এটি নতুন উদ্ভাবিত লিট্রো ক্যামেরার মতো ছবি তুলতে সক্ষম হবে। ক্যামেরাটি দিয়ে ছবি ক্যাপচার করার পরও ফোকাস পরিবর্তন করা যাবে। এমনকি ছবি তোলার পর একাধিক ফোকাস বিন্দুও নির্ধারণ করা যাবে। পাশাপাশি এটি দিয়ে ছবির পটভূমি পরিবর্তন করা, আকার পরিবর্তন বা একটি ছবির কিছু অংশ অন্য ছবিতে সংযোজন করার ব্যবস্থাও রয়েছে বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে।
তবে অসাধারণ ক্যামেরা-সমৃদ্ধ নকিয়ার স্মার্টফোন এখনই বাজারে আসছে না। ২০১৪ সালে এটি বাজারে আসতে পারে। আর এর দাম এখনো নির্ধারিত হয়নি।
Ref:- http://www.prothom-alo.com/detail/date/2013-05-12/news/351527
Mohammed Abu Faysal:
অ্যাপলের জনপ্রিয় স্মার্টফোন আইফোনের সর্বশেষ সংস্করণ বাজারে আসার বিষয়ে অনেক দিন ধরেই চলছে নানা আলোচনা। আগামী সপ্তাহে অনুষ্ঠেয় অ্যাপলের ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপার সম্মেলনে এ বিষয়ে ঘোষণা আসতে পারে বলেও মনে করা হচ্ছে। ঘোষণার পাশাপাশি আগামী বছরের শুরুর দিকেই আসতে পারে ৪.৮ ইঞ্চির নতুন আইফোন! এমনই জানা গেল সম্প্রতি গবেষণা সংস্থা সিটি রিসার্চের গবেষণায়।
সংস্থাটির গবেষক গ্লেইন ইয়েং জানান, বড় পর্দার আইফোন ৬ আগামী বছরের প্রথম কোয়ার্টারেই আসবে। ৪.৮ ইঞ্চির আইফোনটিতে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে বলেও জানা গেছে। তবে নতুন আইফোনের নাম ৫এস নাকি ৬ হবে এ বিষয়ে কিছু জানা যায়নি। আইফোনের পাশাপাশি আইপ্যাড মিনির সর্বশেষ সংস্করণ বিষয়েও চলছে নানা আলোচনা। সিটি রিসার্চের তথ্য অনুযায়ী, নতুন আইপ্যাড মিনির রেজল্যুশন ২০৪৮*১৫৩৬ পিক্সেল হতে পারে এবং দাম হতে পারে ২৩০-২৫০ ডলার। অ্যাপলের নতুন এসব যন্ত্রে যুক্ত হচ্ছে অ্যাপল আইওএস ৭। তবে এসব বিষয়ে অ্যাপলের পক্ষ থেকে কিছুই জানা যায়নি। বরাবরের মতো নতুন আইফোন কিংবা আইপ্যাড মিনির ব্যাপারে একেবারেই চুপচাপ রয়েছে অ্যাপল কর্তৃপক্ষ। এখন অ্যাপলের ডেভেলপারদের সম্মেলনের দিকেই নজর সবার। এর জন্য অ্যাপলপ্রেমীদের অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।
Mohammed Abu Faysal:
কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান লেনোভো এবার স্মার্টফোন তৈরির উদ্যোগ নিচ্ছে। চীনের এ প্রতিষ্ঠানটি ‘লেনোভো’ স্মার্টফোন তৈরির পরিকল্পনা করছে বলে জানা গেছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পারসোনাল কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত লেনোভো স্মার্টফোন তৈরির জন্য এনইসি নামের অন্য একটি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করছে বলেও সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।
বর্তমানে স্মার্টফোনের বাজারে শীর্ষে থাকা অ্যাপলের আইফোন কিংবা স্যামসাংয়ের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতেই লেনোভোর এমন উদ্যোগ বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে লেনোভোর একজন মুখপাত্র জানান, স্মার্টফোন তৈরির বিষয়ে লেনোভো ভাবছে। তবে সেটি এককভাবে নাকি যৌথ অংশীদারির ভিত্তিতে, সে ব্যাপারে কিছু জানায়নি লেনোভো কর্তৃপক্ষ। স্মার্টফোন তৈরির বিষয়ে এনইসি কর্তৃপক্ষও কিছু জানায়নি। তবে এনইসির বর্তমান ব্যবসা ভালো যাচ্ছে না। আর তাই লেনোভোর সঙ্গে যৌথভাবে স্মার্টফোন তৈরি করে নতুনভাবে কিছু করতে চাইছে প্রতিষ্ঠানটি।
লেনোভোর এমন উদ্যোগকে বিভিন্নভাবে উল্লেখযোগ্য এবং সফল ধারণা বলে মনে করা হচ্ছে। গবেষণা প্রতিষ্ঠান আইডিসির গবেষক টেক জুং ওং জানান, স্মার্টফোনের নতুন এ উদ্যোগের ফলে লেনোভো সারা বিশ্বে নিজেদের সেবা ছড়িয়ে দিতে চাইছে। ব্যবসা প্রসারের ক্ষেত্রে যেটি বেশ কার্যকর হবে। তবে ঠিক এ সময়ে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ স্মার্টফোনের বাজারে লেনোভোর নতুন স্মার্টফোন কতটা সাড়া জাগাতে পারবে, সে বিষয়েও সন্দেহ প্রকাশ করেছেন অনেক বাজার গবেষক।
Ref:- http://www.prothom-alo.com/detail/news/359462
Mohammed Abu Faysal:
অ্যাপল কম্পিউটার ইনকরপোরেটেডের বাজারে ছাড়া নতুন যন্ত্রগুলোর মধ্যে ব্যবহারকারীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে আইফোন। নতুন আইফোন বাজারে আসার সঙ্গে সঙ্গে অ্যাপলপ্রেমীরা হুমড়ি খেয়ে পড়েন কেনার জন্য। তবে সে সময়ে আবার পুরোনো মডেলের আইফোনটি বিক্রির জন্যও চেষ্টা করতে থাকেন! বিষয়টি অনেক দিন ধরেই চলছে। নতুন আইফোন কেনার আগে ব্যবহারকারীরা পুরোনো আইফোন বিক্রি করে ফেলেন। এমন সেবা দিচ্ছে বেশ কয়েকটি প্রতিষ্ঠানও। তবে এবার এ সেবাটি সরাসরি অ্যাপলই দেবে বলে জানা গেছে!
প্রকাশিত সংবাদ অনুযায়ী অ্যাপল চলতি মাস থেকে পুরোনো আইফোনের বিনিময়ে নতুন আইফোন দেবে। এ জন্য ‘ট্রেড-ইন-প্রোগ্রাম’ নামে একটি বিশেষ কার্যক্রম শুরু করতে যাচ্ছে বলে জানা গেছে। এ কার্যক্রমের সঙ্গে সহযোগী হিসেবে একটি মোবাইল ফোন পরিবেশক প্রতিষ্ঠানও যুক্ত থাকছে। নতুন এ কার্যক্রমের ফলে পুরোনো আইফোনের সঙ্গে কিছু বাড়তি অর্থের বিনিময়ে নতুন আইফোন পাবেন ব্যবহারকারীরা। তবে এ ব্যাপারে যথারীতি অ্যাপল কর্তৃপক্ষ তেমন কিছুই জানায়নি।
Ref:- http://www.prothom-alo.com/detail/news/359463
Navigation
[0] Message Index
[#] Next page
[*] Previous page
Go to full version