শনি গ্রহের তথ্য সংগ্রহ করছে ক্যাসিনিসৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ শনির বিভিন্ন তথ্য সংগ্রহের কাজ করছে ক্যাসিনি মহাকাশযান। ২০০৪ সাল থেকে শনির বলয়ে অবস্থান করে মহাকাশযানটি বিজ্ঞানীদের নতুন নতুন তথ্য দিচ্ছে বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট ডটকম।ক্যাসিনি হাইজেন প্রকল্পটি নাসা, ইউরোপিয়ান এবং ইতালিয়ান মহাকাশ সংস্থার মিলিতভাবে করা একটি প্রকল্প। এই মিশনে ২৭টি বিজ্ঞানবিষয়ক ভিন্ন ভিন্ন তথ্য সংগ্রহের দায়িত্বে রয়েছে ক্যাসিনি।
শনির মূল বলয়টির আকার এতোই বড় যে, এটি চাঁদ এবং পৃথিবীর মাঝের দূরত্ব থেকেও বড়। আমাদের সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম এই গ্রহটির ৩১টি উপগ্রহ রয়েছে যার ১৩টির সন্ধান পাওয়া যায় ক্যাসিনির মাধ্যমেই। শনির রাসায়নিক দ্রব্যাদি, ভূতাত্ত্বিক অবস্থান এবং পরিবেশগত বৈশিষ্ট্য ক্যাসিনির মাধ্যমে জানার চেষ্টা চলছে। সেখানের পরিবেশে বরফ, আগ্নেয়গিরি এবং জৈব উপাদান রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বিজ্ঞানীরা শনি এবং এর উপগ্রহগুলোর বৈচিত্র্য এবং আকারগত কারণে একে ‘আলাদা একটি ছোট সৌরজগৎ’ হিসেবে বিবেচনা করছেন।
Source: Internet
Abu Kalam Shamsuddin
Lecturer
Department of Multimedia Technology and Creative Arts
Daffodil International University
Dhaka