আলোকিত হলো দীর্ঘতম এলইডি শিল্পকর্মচিত্রশিল্পী লিও ভিয়ারিয়েলের প্রায় এক বছর পরিকল্পনার পর স্যান ফ্রান্সিসকোর ঐতিহ্যবাহী বে সেতুতে স্থাপিত প্রায় পৌনে দুই মাইল দীর্ঘ বে লাইট প্রজেক্টটি আলোকিত করা হয় মঙ্গলবার রাতে। বে লাইট প্রজেক্টটিতে এক ইঞ্চি আকারের প্রায় ২৫ হাজার এলইডি ব্যবহৃত হয়, যা বিশ্বে এলইডি ব্যবহারের বৃহত্তম প্রকল্প বলে জানিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেট।বিশাল ইলেকট্রনিক ক্যানভাসের মতো দেখতে এই আলোকচ্ছটায় সেতুটি পৃথিবীর অসাধারণ স্থাপনায় পরিণত হয়। আগে থেকেই পৃথিবীর অন্যতম আকর্ষণীয় সেতু হিসেবে পরিচিত সেতুটি এখন আগের তুলনায় আরো সুন্দর হলো, বলে মন্তব্য করেছে সিনেট।
এর আলোর নকশাগুলো অ্যালগরিদম ব্যবহার করে এমনভাবে তৈরি হয়েছে যে, কোনো নকশাই দ্বিতীয়বার দেখা যাবে না।
এ প্রকল্পের জন্য বেসরকারি সংস্থার মাধ্যমে তহবিল গঠিত হয়। এজন্য দু’বছরে প্রায় ৮০ লাখ মার্কিন ডলার সংগ্রহ করা হয় এবং আরো ২০ লাখ আগামীতে সংগ্রহ করতে হবে।
Source: Internet
Abu Kalam Shamsuddin
Lecturer
Department of Multimedia Technology and Creative Arts
Daffodil International University
Dhaka