ঘানায় তৈরি হবে আইটি সিটি

Author Topic: ঘানায় তৈরি হবে আইটি সিটি  (Read 1067 times)

Offline Shamsuddin

  • Full Member
  • ***
  • Posts: 177
  • Test
    • View Profile
ঘানায় তৈরি হবে আইটি সিটি

আফ্রিকার দেশ ঘানাতে তৈরি হবে এক হাজার কোটি ডলারের আইটি সিটি ‘হোপ সিটি’। বিবিসি জানিয়েছে, তিন বছরের মধ্যেই হোপ সিটি চালু হবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির রাষ্ট্রপতি জন মাহামা। আফ্রিকার সবচেয়ে উঁচু আইটি হাবটিও (২৭০ মিটার) তৈরি হবে হোপ সিটিতেই।

হোপ সিটিকে ঘানার আইটি হাবে পরিণত করার লক্ষ্য নিয়ে কাজ করছে দেশটির কর্তৃপক্ষ। রাজধানী আক্রার কাছেই তৈরি হবে শহরটি। এর ফলে কর্মসংস্থান হবে ৫০ হাজার নাগরিকের।

এদিকে জানুয়ারি মাসেই ১৪৫০ কোটি ডলার খরচে ‘আফ্রিকার সিলিকন সাভানা’ কোনজা টেকনোলজি সিটি তৈরির ঘোষণা দিয়েছিলো কেনিয়ার  সরকার।


ঘানার রাষ্ট্রপতি মাহামা জানিয়েছেন, হোপ সিটি তৈরিতে নেতৃত্ব দেবে ব্যাক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানগুলো। ঘানার স্থানীয় টেক জায়ান্ট আরএলজি কমিউনিকেশনের প্রধান রোল্যান্ড আগামব্যায়ার বিবিসিকে জানিয়েছেন, বিশ্বের প্রযুক্তি বাজারে ঘানাকে শক্ত আসনে বসাতে চাইছেন তারা।

আগামব্যায়ার আরো বলেন, ‘হোপ সিটির মাধ্যমে বিশ্বের সবচেয়ে বড় অ্যাসেমব্লিং প্ল্যান্ট হিসেব আত্মপ্রকাশ করতে পারবো আমরা। প্রতিদিন বিভিন্ন ধরনের ১০ লাখেরও বেশি পণ্য তৈরি হবে এখানে।’

আফ্রিকার সবচেয়ে বড় আইটি হাবটিও তৈরি হবে হোপ সিটিতেই। ছয়টি টাওয়ারের সমন্বয়ে তৈরি হবে হাবটি। এর মধ্যে একটি হবে ৭৫ তলা বিশিষ্ট ২৭০ মিটার উচ্চতার।


Source: Internet
Abu Kalam Shamsuddin
Lecturer
MTCA
DIU