এবার পাসওয়ার্ডের কাজ করবে আংটি!

Author Topic: এবার পাসওয়ার্ডের কাজ করবে আংটি!  (Read 1632 times)

Offline Shamsuddin

  • Full Member
  • ***
  • Posts: 177
  • Test
    • View Profile
এবার পাসওয়ার্ডের কাজ করবে আংটি!


অনলাইন অ্যাকাউন্টের নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে এবার গহনা পাসওয়ার্ড-এর কথা জানিয়েছে গুগল। ম্যাশএবল জানিয়েছে, পাসওয়ার্ডের সঙ্গে এগুলো ব্যবহারে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী হবে।

স্যান ফ্রানসিসকোতে অনলাইনে নিরাপত্তা বিষয়ক এক সম্মেলনে গুগলের অন্যতম প্রধান প্রকৌশলী মায়াংক উপাধ্যায় জনসম্মুখে গহনাভিত্তিক নিরাপত্তা ব্যবস্থার কথা প্রথম জানান। এতে টাইপ করা পাসওয়ার্ডের মতোই পাসওয়ার্ড গহনা ব্যবহার করা যাবে।

এ পদ্ধতিতে পাসওয়ার্ড হ্যাকিং রোধ করা সম্ভব হবে। এগুলোর প্রত্যেকটিই স্বতন্ত্র হওয়ায় হ্যাক হওয়ার ঝুঁকি কমে আসবে।

ইউবিকি নামের একটি প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান তৈরি করেছে ‘এনইও ইউএসবি সিকিউরিটি কি’।  ৫০ ডলারে এনইও ইউএসবি সিকিউরিটি কি পাওয়া যাবে বলে জানিয়েছেন উপাধ্যায়।

Source: Internet
Abu Kalam Shamsuddin
Lecturer
Department of Multimedia Technology and Creative Arts
Daffodil International University
Dhaka