বাজারে এলো এলজি অপটিমাস এল৫টু

Author Topic: বাজারে এলো এলজি অপটিমাস এল৫টু  (Read 2640 times)

Offline nmoon

  • Full Member
  • ***
  • Posts: 234
  • Test
    • View Profile

দক্ষিণ কোরিয়ান প্রযুক্তিপণ্য নির্মাতা এলজির স্মার্টফোন অপটিমাস এল ৫২ ব্রাজিলের পর দক্ষিণ আমেরিকা, মধ্য আমেরিকা, ইউরোপ, এশিয়া, রাশিয়া, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকাতে বাজারজাতকরণ শুরু হলো। স্পেনের বার্সেলোনার ওয়ার্ল্ড মোবাইল কংগ্রেস প্রদর্শনীতে অপটিমাস এল৫টু একটি মধ্যমানের স্মার্টফোন হিসেবে বিবেচিত হয়েছে বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল ডট কম।

স্মার্টফোনটির কনফিগারেশন হচ্ছে ১ গি.হা. গতির একটি সিঙ্গেল প্রসেসর, ৪.০ ইঞ্চি ডাব্লিউভিজিএ স্ক্রিন, ৫১২ মেগাবাইট র‌্যাম, ৪ জি.বি ধারণক্ষমতার মেমোরি, একটি ৫ মেগাপিক্সেল ক্যামেরা এবং ১৭০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। অ্যান্ড্রয়েড জেলি বিন ৪.১.২ চালিত ফোনটি বেগুনি কালো, সাদা, গোলাপি এবং টাইটান এই চারটি ভিন্ন রঙে আসছে।

ডিভাইসটিতে আরো সংযুক্ত রয়েছে একটি এলজির ইউ-এক্স এনহেন্সমেন্টস, কাস্টমাইজড কুইক বাটন হটকি এবং সেফটি কেয়ার, যা দিয়ে ব্যবহারকারীরা কাউকে জরুরিভাবে সতর্ক করতে পারবেন।

স্মার্টফোনটি একটি এবং দু’টি সিমের মডেলে পাওয়া যাবে। কিন্তু এখনও পণ্যটির বাজার মূল্য সম্পর্কে কিছু জানানো হয়নি।