ঘরের ডেসà§Âকটপ পিসির মতোই করা ‘করাপà§Âটেড ফাইল’-à¦Âর কারণে ফেà¦Âসে গেছে মারà§Âস রোà¦Âার কিউরিওসিটির কমà§Âপিউটার সিসà§Âটেম। বিবিসি জানিয়েছে, জটিলতার কারণে à¦Âখন ‘সেফ মোড’-ঠরয়েছে কিউরিওসিটি, চলছে বà§Âযাকআপ কমà§Âপিউটারের ওপর নিরà§Âà¦Âর করে।
বà§Âযাকআপ কমà§Âপিউটারের ওপর নিরà§Âà¦Âর করে চললেও বনà§Âধ রয়েছে কিওরিওসিটির গবেষণার কাজ। মারà§Âস রোà¦Âারের পà§Âরো নিয়নà§Âতà§Âরণ ফিরে পেতে চেষà§Âটা চলছে বà§Âযাকআপ কমà§Âপিউটারটি দিয়েই। সà§Âপেসডটকমকে দেয়া à¦Âক সাকà§Âষাৎকারে কিউরিওসিটির পà§Âরজেকà§Âট মà§Âযানেজার রিচারà§Âড কà§Âক বলেন, ‘সবকিছৠআগের অবসà§Âথায় ফিরিয়ে নিয়ে যেতে আমাদের বেশ কয়েকটা দিন, হয়তো à¦Âকটা সপà§Âতাহের মতো সময় লাগবে, আমরা কমà§Âপিউটার বদলে ধীরে ধীরে রà§Âটিন কাজগà§Âলোতে ফিরে যাচà§Âছি।'
নাসার বিজà§Âঞানীরা ধারণা করছেন, মহাকাশের তেজসà§Âকà§Âরিয় রশà§Âমিগà§Âলোর কারণেই কà§Âষতিগà§Âরসà§Âথ হয়েছে কিউরিওসিটির কমà§Âপিউটার সিসà§Âটেম।