মঙà§Âগলে মিললো কাà¦Âদামাটিমঙà§Âগলে পà§Âরাচীন পà§Âরাণের খোà¦Âজে আরেকধাপ à¦Âগিয়ে গেছে নাসা। সমà§Âপà§Âরতি মঙà§Âগলের পাথরে ডà§Âরিল করে মারà§Âস রোà¦Âার কিওরিওসিটি খোà¦Âজ পেয়েছে খনিজ কাà¦Âদামাটির। মঙà§Âগলের বà§Âকে অতীতে পানির উপসà§Âথিতি ছিলো, à¦Âমনটাই ইঙà§Âগিত করে ঠআবিষà§Âকার। মঙà§Âগল গবেষণায় নাসার à¦Âই নতà§Âন আবিষà§Âকারের খবর জানিয়েছে বিবিসি।মারà§Âস রোà¦Âার কিওরিওসিটি অবতরণ করেছিলো মঙà§Âগলের গেইল গিরিখাদে। গিরিখাদটিতে পà§Âরাচীন জলাশয়ের অসà§Âতিতà§Âব থাকতে পারে বলে আশা করছিলেন নাসার বিজà§Âঞানীরা। সমà§Âপà§Âরতি গেইল গিরিখাদ থেকে সংগà§Âরহ করা à¦Âকটি পাথর ডà§Âরিল করে পাওয়া নমà§Âনা বিশà§Âলষণ করে তাতে খনিজ কাà¦Âদামাটির উপসà§Âথিতি পেয়েছে কিওরিওসিটির অনবোরà§Âড কমà§Âপিউটার।
গেইল গিরিখাদের পà§Âরাচীনকালে জলের উপসà§Âথিতি ছিলো বলে বিজà§Âঞানীরা যে ধারণা করছিলেন, তা সতà§Âযি বলেই ইঙà§Âগিত দিচà§Âছে à¦Âই আবিষà§Âকার। কাà¦Âদামাটির ওই নমà§Âনায় লবনাকà§Âততার অনà§Âপসà§Âথিতির কারণে, গেইল গিরিখাদে মিঠা পানির উৎস ছিলো বলেই মনে করছেন বিজà§Âঞানীরা।
ঠবà§Âযাপারে কিওরিওসিটির পà§Âরজেকà§Âট গবেষক জন গà§Âরোটজিংগার বলেন, ‘মঙà§Âগলের বà§Âকে বাসযোগà§Âয পরিবেশের খোà¦Âজ পেয়েছি আমরা। সমà§Âà¦Âবত à¦Âখানে পরিষà§Âকার জলের উৎসও ছিলো।’
Source: Internet
Abu Kalam Shamsuddin
Lecturer
MTCA
DIU