Small Car

Author Topic: Small Car  (Read 1444 times)

Offline najim

  • Full Member
  • ***
  • Posts: 154
    • View Profile
Small Car
« on: May 05, 2013, 04:32:17 PM »



বিশ্বের সবচেয়ে ছোট্ট গাড়ি

UK BD.com


আইটি ডেস্ক :: জাপানে নতুন এক ধরনের ছোট্ট রোবট গাড়ি নির্মিত হয়েছে। এটি একজন মাত্র যাত্রী বহনে সক্ষম। স্বয়ংক্রিয়ভাবেই গাড়িটি রাস্তায় চলবে। এর জন্য কোনো চালক বা ছাড়পত্রের প্রয়োজন নেই। যাত্রী শুধু গাড়িতে থাকা টাচ স্ক্রিন মানচিত্রে গন্তব্যস্থল নির্দেশ করবে,

গাড়িটি সেখানেই যাত্রীকে নিয়ে যাবে। টোকিওর খ্যাতনামা কোম্পানি হিটাচি গাড়িটির তৈরিকারক। নকশাকার জেরেমি ক্লার্কসন গাড়িটির নাম দিয়েছেন পি-৪৫। ধারণা করা হচ্ছে, এটি বিশ্বের সবচেয়ে ছোট্ট গাড়ি। গতকাল তুসুকুবা নগরীতে গাড়িটি প্রথম বাজারজাত করা হয়েছে। তৈরিকারক প্রতিষ্ঠান জানায়, কারও সহায়তা ছাড়াই গাড়িটি যাত্রী ওঠাবে এবং নামাবে। তবে যাত্রী যদি পথিমধ্যে নেমে পড়াটা জরুরি মনে করেন, তবে ককপিটে থাকা জয়স্টিকের সাহায্যে গাড়িটি তত্ক্ষণাত্ থামাতে পারবেন। চার চাকার এ গাড়িটি ঘণ্টায় সর্বোচ্চ ৩৪ মাইল পর্যন্ত যেতে সক্ষম। হিটাচির ধারণা, আগামী দিনে এই প্রকারের গাড়ির চাহিদা প্রবল আকার ধারণ করবে। বিশেষ করে জাপানের স্বল্প বেতনের চাকরিজীবীদের কাছে গাড়িটি ইতোমধ্যে বেশ সাড়া ফেলেছে
Najim U Sharker (Sharif)
Deputy Director (P&D)
Daffodil International University