Singapore - no.4 in ESCP ranking for living, job and business

Author Topic: Singapore - no.4 in ESCP ranking for living, job and business  (Read 1581 times)

Offline najim

  • Full Member
  • ***
  • Posts: 154
    • View Profile


কর্ম ও বসবাসে সিঙ্গাপুর চতুর্থ
১৬ মে,২০১৩



আন্তর্জাতিক ডেস্ক
আরটিএনএন
সিঙ্গাপুর: বসবাসের ভালো একটি জায়গার পর মানুষের চাওয়া কর্মক্ষেত্রে কাজের পরিবেশ। আর এই দুটোই যখন কেউ পেয়ে যান, তিনি তো সোনায় সোহাগা।

কাজ ও বসবাসের ক্ষেত্রে জনপ্রিয় দেশের তালিকায় এবারো চতুর্থ পছন্দের অবস্থানটি ধরে রেখেছে সিঙ্গাপুর। বুধবার প্রকাশিত রিক্রুটমেন্ট ফার্ম হাইড্রোজেন অ্যান্ড বিজনেস স্কুল ইএসসিপি ইউরোপ’র এক জরিপের ফলাফলে এ তথ্য উঠে এসেছে। খবর সিনহুয়া’র।

এশিয়ার এই তিলোত্তমা নগর রাষ্ট্রটি গত বছরও চতুর্থ অবস্থানে ছিল। যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং অস্ট্রেলিয়াও বরাবরের মতো তাদের অবস্থান ধরে রেখেছে। এ তিনটি দেশ এবারো এ তালিকায় ক্রমান্বয়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে।

এমনকি তাদের জনপ্রিয়তা আগের চেয়ে আরো বেড়ে গেছে বলেও জরিপে জানানো হয়েছে।

জরিপে অংশগ্রহণকারীদের ২৪ শতাংশ ভোট পেয়ে প্রথম স্থান দখল করেছে যুক্তরাষ্ট্র। গত বছর দেশটি ভোট পেয়েছিল ১৩ শতাংশ। তার মানে এ বছর দেশটির জনপ্রিয়তা ১১ শতাংশ বেড়ে গেছে।

আর ব্রিটেন ও অস্ট্রেলিয়া গত বছর ভোট পেয়েছিল ৯ শতাংশ, যা এ বছর বেড়ে হয়েছে ১৩ শতাংশ।

সিঙ্গাপুর গত বছর ভোট পেয়েছিল ৬ শতাংশ আর এ বছর পেয়েছে ৯ শতাংশ।

জরিপে দেখা যায়, সিঙ্গাপুর একটি নেতৃস্থানীয় প্রযুক্তির আধার এবং অর্থায়নের দিক থেকেও একটি মুখ্য ভূমিকা পালনকারী দেশ হিসেবে উঠে এসেছে।

জরিপকারী সংস্থা হাইড্রোজেনের এশীয় অঞ্চলের পরিচালক সিমন ওয়াকার বলেছেন, ‘প্রযুক্তিগত কর্মকাণ্ডের দিক থেকে সিঙ্গাপুর খুবই উঁচু অবস্থানে রয়েছে। সিঙ্গাপুরের রয়েছে এক অসাধারণ সু-শিক্ষিত জনশক্তি।’

তিনি বলেন, ‘দেশটির রয়েছে উচ্চ উদ্ভাবনী ক্ষমতা। দেশটি এমন সব নতুন নতুন প্রযুক্তির উদ্যোক্তা এবং প্রকৌশলীদের তৈরি করছে যারা আগামী দিনের বিশ্ব প্রযুক্তি শিল্পের নেতৃত্ব দেবে। উদাহরণস্বরুপ জীব বিজ্ঞান ও চিকিৎসা ক্ষেত্রে নব নব প্রযুক্তির উদ্ভাবন সিঙ্গাপুর করছে, তার উল্লেখ করা যায়।’
Najim U Sharker (Sharif)
Deputy Director (P&D)
Daffodil International University