অবসর গ্রহণ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর!!!!

Author Topic: অবসর গ্রহণ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর!!!!  (Read 973 times)

Offline shahanasumi35

  • Faculty
  • Sr. Member
  • *
  • Posts: 347
    • View Profile
অবসর গ্রহণ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর!!!!

অবসর গ্রহণ সাময়িক সময়ের জন্য ভাল হলেও দীর্ঘ সময়ের জন্য তা স্বাস্থ্যের জন্য মারাত্নক ক্ষতিকর। নতুন এক জরিপে এমন তথ্যই প্রমাণ হয়েছে।
ইন্সটিটিউট অব ইকোনোমিক অ্যাফেয়ার্সের (আইইএ)  গবেষণায় প্রমাণিত হয়েছে, অবসর গ্রহণের কারণে  মধ্যবর্তী ও দীর্ঘ সময়ের জন্য স্বাস্থ্যের ব্যাপক হানি ঘটে।

ওই গবেষণায় বলা হয়, অর্থনৈতিক চাহিদার মতোই স্বাস্থ্য ভাল রাখতে মানুষের দীর্ঘ সময় কাজ করা উচিত।

জনগণকে দীর্ঘ সময় কাজের অনুমতি দিয়ে সরকারের শ্রম বাজারে পরিবর্তন আনা উচিত বলে মন্তব্য করেছেন আইইএ প্রোগ্রাম পরিচালক ফিলিপ বুথ।

তিনি বলেন, দীর্ঘ সময় কাজ শুধু অর্থনৈতিক কারণে নয়। এর কারণে মানুষের স্বাস্থ্যও ভাল থাকে। 

দাতব্য সংস্থা এজ এনডেভার ফেলোশিপের (এইএফ) চেয়ারম্যান এডওয়ার্ড ডেটনাও বলেন, অবসর গ্রহণের কোনো বয়স থাকা উচিত না।

গবেষণা প্রতিবেদনে বলা হয়, অবসরের পর ক্লিনিক্যাল হতাশা বাড়ার আশংকা থাকে ৪০ শতাংশ। শারীরিকভাবে  অসুস্থ হওয়ার ঝুঁকি থাকে ৬০ শতাংশ। এছড়া অবসর পরবর্তীঁ এই প্রভাব নারী ও পুরুষের ক্ষেত্রেও একই।


Offline Rozina Akter

  • Hero Member
  • *****
  • Posts: 887
  • Test
    • View Profile
Its seen that most of the retired people get sick, the reason may be : they have no work & frustration. i agree with you, thanks for sharing
Rozina Akter
Assistant Professor
Department Of Business Administration