ইনটেল আনছে 'হ্যাশওয়েল চিপ'

Author Topic: ইনটেল আনছে 'হ্যাশওয়েল চিপ'  (Read 1371 times)

Offline Zahir_ETE

  • Full Member
  • ***
  • Posts: 112
  • Always beleive in Yourself
    • View Profile
চিপ জায়ান্ট ইনটেল নিয়ে আসছে প্রথম ব্যাচের হ্যাশওয়েল প্রসেসর। শনিবার প্রতিষ্ঠানটি প্রথমবারের মতো ‘হ্যাশওয়েল’ চিপ প্রদর্শন করে। সম্প্রতি ইনটেলের উদ্ধৃতি দিয়ে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানায়, চতুর্থ প্রজন্মের এ চিপসেটগুলোই হবে প্রতিষ্ঠানটির ডেস্কটপ মাদারবোর্ডের জন্য নির্মিত সর্বশেষ চিপসেট।

প্রযুক্তিবিষয়ক অন্য একটি সাইট পিসি প্রো এক প্রতিবেদনে জানিয়েছে, এর আগে ইনটেলের নির্মিত থার্ড জেনারেশন প্রসেসর ‘আইভি ব্রিজ’ থেকে নতুন নির্মিত হ্যাশওয়েল চিপ গ্রাফিক্সের ক্ষেত্রে অনেক উন্নত। প্রতিষ্ঠানটির নতুন চিপটি কোর আই৭-৪৪৪০কে প্রসেসর ব্যবহার করার পর পিসি প্রো উপরোক্ত মন্তব্যটি করে।

প্রতিবেদনে পিসি প্রো জানায়, ‘কোর আই৭-৪৪৪০কে প্রসেসর’ সামগ্রিকভাবে ১০ শতাংশ উন্নত। স্কোরিং পয়েন্ট হিসেবে একে ১.১৬ পয়েন্ট দেওয়া যায়। আর আইভিব্রিজ আই৭-৩৭৭০কে দেওয়া যায় ১.০৬ পয়েন্ট। এছাড়াও নতুন প্রসেসরটির দক্ষতা বেড়েছে গ্রাফিক্স অংশের জন্য। এর গ্রাফিক্স আইভি ব্রিজের তুলনায় ৫৮ শতাংশ উন্নত।

নতুন এ চিপটি অল্প শক্তি ব্যবহার করে ভালো মানের গ্রাফিক্স দিতে সক্ষম। ইনটেল জুনের চার তারিখে তাইওয়ানের ‘কম্পিউটেক্স ট্রেড শো’-তে আনুষ্ঠানিকভাবে হ্যাশওয়েল চিপ ব্যবহৃত কম্পিউটার দেখাবে বলে জানিয়েছে।
Engr. Md. Zahirul Islam
Assistant Professor
Dept. of Electronics and Telecommunication Engineering
Faculty of Engineering
Daffodil International University

Offline Mohammed Abu Faysal

  • Administrator
  • Full Member
  • *****
  • Posts: 230
    • View Profile
Re: ইনটেল আনছে 'হ্যাশওয়েল চিপ'
« Reply #1 on: June 05, 2013, 10:02:37 AM »
চতুর্থ প্রজন্মের 'হাসওয়েল' প্রসেসর আনল ইন্টেল
কম্পিউটিংয়ের জন্য প্রয়োজনীয় হার্ডওয়্যারের অন্যতম মূলে রয়েছে প্রসেসর। ডেস্কটপ পিসি থেকে শুরু করে ল্যাপটপ কিংবা আধুনা স্মার্টফোন বা ট্যাবলেট পিসির ক্ষেত্রেও ভালো প্রসেসরের বিকল্প নেই। এই প্রসেসর তৈরিতে বিশ্বব্যাপী শীর্ষস্থানটি দখল করে রেখেছে ইন্টেল। শুরু থেকেই এই চিপ নির্মাতা নতুন নতুন চমক নিয়ে হাজির হয়েছে প্রযুক্তি বিশ্বের সামনে। তবে গত কয়েক বছর ধরে এই ধারায় যেন লেগেছে নতুন গতি। এর মধ্যেই তাদের দ্বিতীয় এবং তৃতীয় প্রজন্মের প্রসেসর বাজার দখল করে নিয়েছে ভালোভাবেই। এবারে তারা বাজারে নিয়ে এসেছে তাদের চতুর্থ প্রজন্মের প্রসেসর। এর কোড নাম হচ্ছে 'হাসওয়েল'। এক বছরেরও বেশি সময় আগে এই চতুর্থ প্রজন্মের প্রসেসরের ঘোষণা দিয়েছিল ইন্টেল। গত কয়েকদিন এই প্রসেসরের নানা ফিচার নিয়ে চলছে প্রযুক্তি বিশ্বে নানা ধরনের আলোচনা। এসব আলোচনার অবসান এবার ঘটছে ইন্টেলের আনুষ্ঠানিক ঘোষণায়। নতুন প্রজন্মের এই প্রসেসরের মূল আকর্ষণ হিসেবে থাকছে কম শক্তি খরচ এবং উন্নত গ্রাফিক্স। ফলে ট্যাবলেট পিসি এবং ল্যাপটপের সমন্বয়ে তৈরি হাইব্রিড ডিভাইসগুলো এই প্রসেসর ব্যবহার করে নতুন গতি পাবে বলে জানিয়েছে ইন্টেল। তারা জানিয়েছে, এই প্রসেসর এত কম শক্তি খরচ করবে, যাতে করে এগুলো ফ্যানলেস ডিজাইনের ডিভাইসেও ব্যবহার করা যাবে। নতুন এই প্রসেসরগুলো বর্তমানের প্রসেসরগুলোর তুলনায় ১৫ শতাংশ বেশি গতিতে পারফরম্যান্স প্রদানের সক্ষম। তবে তার জন্য এতে শক্তি খরচ হবে এখনকার তুলনায় প্রায় অর্ধেক। ফলে আইভি ব্রিজ প্রসেসরের তুলনায় এটি ব্যবহার করে তৈরি করা ডিভাইসের ব্যাটারি লাইফ যেমন বাড়বে, তেমনি স্ট্যান্ডবাই টাইম বাড়বে তিনগুণ পর্যন্ত। এতে সংযুক্ত শক্তিশালী গ্রাফিক্স প্রসেসিং ইউনিটের (জিপিইউ) ব্যবহারের ফলে ত্রিমাত্রিক গ্রাফিক্স ও এইচডি ভিডিওতে পারফরম্যান্স পাওয়া যাবে দ্বিগুণ। এখন পর্যন্ত প্রসেসরের রাজ্যে একে অনন্য এক সংযোজন হিসেবেই অভিহিত করেছে ইন্টেল।


Ref:- http://www.ittefaq.com.bd/index.php?ref=MjBfMDZfMDVfMTNfMV8zM18xXzQ2MDgw