চিপ জায়ান্ট ইনটেল নিয়ে আসছে প্রথম ব্যাচের হ্যাশওয়েল প্রসেসর। শনিবার প্রতিষ্ঠানটি প্রথমবারের মতো ‘হ্যাশওয়েল’ চিপ প্রদর্শন করে। সম্প্রতি ইনটেলের উদ্ধৃতি দিয়ে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানায়, চতুর্থ প্রজন্মের এ চিপসেটগুলোই হবে প্রতিষ্ঠানটির ডেস্কটপ মাদারবোর্ডের জন্য নির্মিত সর্বশেষ চিপসেট।
প্রযুক্তিবিষয়ক অন্য একটি সাইট পিসি প্রো এক প্রতিবেদনে জানিয়েছে, এর আগে ইনটেলের নির্মিত থার্ড জেনারেশন প্রসেসর ‘আইভি ব্রিজ’ থেকে নতুন নির্মিত হ্যাশওয়েল চিপ গ্রাফিক্সের ক্ষেত্রে অনেক উন্নত। প্রতিষ্ঠানটির নতুন চিপটি কোর আই৭-৪৪৪০কে প্রসেসর ব্যবহার করার পর পিসি প্রো উপরোক্ত মন্তব্যটি করে।
প্রতিবেদনে পিসি প্রো জানায়, ‘কোর আই৭-৪৪৪০কে প্রসেসর’ সামগ্রিকভাবে ১০ শতাংশ উন্নত। স্কোরিং পয়েন্ট হিসেবে একে ১.১৬ পয়েন্ট দেওয়া যায়। আর আইভিব্রিজ আই৭-৩৭৭০কে দেওয়া যায় ১.০৬ পয়েন্ট। এছাড়াও নতুন প্রসেসরটির দক্ষতা বেড়েছে গ্রাফিক্স অংশের জন্য। এর গ্রাফিক্স আইভি ব্রিজের তুলনায় ৫৮ শতাংশ উন্নত।
নতুন এ চিপটি অল্প শক্তি ব্যবহার করে ভালো মানের গ্রাফিক্স দিতে সক্ষম। ইনটেল জুনের চার তারিখে তাইওয়ানের ‘কম্পিউটেক্স ট্রেড শো’-তে আনুষ্ঠানিকভাবে হ্যাশওয়েল চিপ ব্যবহৃত কম্পিউটার দেখাবে বলে জানিয়েছে।