মোবাইল ফোন থেকে চর্মরোগ

Author Topic: মোবাইল ফোন থেকে চর্মরোগ  (Read 1305 times)

Offline Farhana Israt Jahan

  • Sr. Member
  • ****
  • Posts: 413
    • View Profile
মোবাইল ফোন থেকে চর্মরোগ

মোবাইল ফোন ব্যবহারকারীদের এক ধরনের চর্মরোগ হতে পারে। ব্রিটিশ বিশেষজ্ঞগণ এধরনের চর্মরোগের নাম দিয়েছেন মোবাইল ফোন ডার্মাটাইটিস। বিশেষ করে যাদের নিকেল এলার্জি আছে তাদের ক্ষেত্রে এ ধরণের চর্মরোগ হবার সম্ভাবনা অধিক। গবেষণায় দেখা গেছে অনেক মোবাইলের বডি স্টিলের তৈরী অথবা মোবাইলের অংশ বিশেষে নিকেলের প্রলেপ থাকে। ক্রমাগত এধরণের মোবাইল কোন ব্যবহারে মুখ, কান ও নাকের পাশর্্ব্বস্থ ত্বকে এলার্জি দেখা দিতে পারে। এমনকি এসব যায়গা লাল হয়ে র্যাশ দেখা দিতে পারে। চামড়া পুরু, কালো ও খসখসে হয়ে পড়ে। বিশেষজ্ঞগণ মহিলা মোবাইল ফোন ব্যবহারকারীদের একটু বাড়তি সতর্ক করে দিয়েছেন। কারণ মোবাইল ডার্মাটাইটিসে আক্রান্তদের মধ্যে মহিলাদের সংখ্যা বেশী। তাই যাদের নিকেল এলার্জি আছে তাদের নিকেল অথবা নিকেলের প্রলাপযুক্ত মোবাইল ফোন ব্যবহার করা উচিত নয়। তবে যাদের মুখ, কান ও এর সংলগ্ন এলাকায় এলার্জিক র্যাশ দেখা দেয় তারা সংশিস্নষ্ট চিকিৎসকের পরামর্শে মধ্যমাত্রার কোন টপিক্যাল স্টেরয়েড ব্যবহারে ত্বকের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।
Farhana Israt Jahan
Assistant Professor
Dept. of Pharmacy