Health benefits of Dates

Author Topic: Health benefits of Dates  (Read 1412 times)

Offline sarmin sultana

  • Jr. Member
  • **
  • Posts: 80
    • View Profile
Health benefits of Dates
« on: July 14, 2013, 12:04:04 PM »

রমজানে ইফতার করা, মুমিন মুসলিমদের জন্য আল্লাহর বিশেষ নিয়ামত। সারাদিন রোজা রাখার পর আমরা খেজুর খেয়ে ইফতার শুরু করি। খেজুর খেয়ে ইফতার করা সুন্নত। তাই রমজানে খেজুরের কদর বেড়ে যায়। খেজুর না থাকলে আমাদের ইফতার যেন পরিপূর্ণ হয়না। কিন্তু কী আছে এই খেজুরে, আমরা কেন এতো গুরুত্বের সঙ্গে খেজুর খাই?

আমরা হয়তো অনেকেই জানি মিষ্টি মধুর ছোট এই ফলটির গুণের কথা। আর যারা না জেনেই খেজুর খাই আজ জেনে নেই।

বলা হয়ে থাকে বছরে যতোগুলো দিন আছে, খেজুরে তার চেয়েও বেশি গুণ রয়েছে। খেজুর যেমনি সুস্বাদু তেমনি পুষ্টিকর ফল।

এমিনো এসিড, প্রচুর শক্তি, শর্করা ভিটামিন, মিনারেল সমৃদ্ধ খেজুর খেলে:

    খাদ্যশক্তি থাকায় দুর্বলতা দূর হয়
    খেজুর স্নায়ুবিক শক্তি বৃদ্ধি করে
    রোজায় অনেকক্ষণ খালি পেটে থাকা হয় বলে দেহের প্রচুর গ্লুকোজের দরকার হয়
    খেজুরে অনেক গ্লুকোজ থাকায় এ ঘাটতি পূরণ হয়
    হৃদরোগীদের জন্যও খেজুর বেশ উপকারী
    খেজুরের প্রচুর খাদ্য উপাদান রয়েছে
    খেজুর রক্ত উৎপাদনকারী
    হজমশক্তি বর্ধক, যকৃৎ ও পাকস্থলীর শক্তিবর্ধক
    রুচি বাড়ায়
    ত্বক ভালো রাখে
    দৃষ্টিশক্তি বৃদ্ধি করে
    রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
    খেজুরের আঁশ কোলেস্টেরল কমাতে সাহায্য করে
    পক্ষঘাত এবং সব ধরনের অঙ্গ-প্রত্যঙ্গ অবশকারী রোগের জন্য উপকারী
    ফুসফুসের সুরক্ষার পাশাপাশি মুখগহ্বরের ক্যান্সার রোধ করে
    অন্তঃসত্ত্বা নারীর সন্তান জন্মের সময় খেজুর খেলে জরায়ুর মাংসপেশির দ্রুত সংকোচন-প্রসারণ ঘটিয়ে, প্রসব হতে সাহায্য করে
    এছাড়াও এ ফল প্রসব-পরবর্তী কোষ্ঠকাঠিন্য ও রক্তক্ষরণ কমিয়ে দেয়।

যে কোনো ফলের চেয়ে খেজুরের পুষ্টিগুণ বেশি। শুধু রমজান মাসের জন্য নয় সারা বছর পরিবারের সবার জন্য প্রতিদিনের খাদ্য তালিকায় আমরা এই ফলটিকে রাখতে পারি।


Sarmin Sultana
Asst. Coordination Officer
BBA Program

Offline Munni

  • Full Member
  • ***
  • Posts: 126
    • View Profile
Re: Health benefits of Dates
« Reply #1 on: July 14, 2013, 01:31:01 PM »
Very relevant posting for this Ramadan.Thanks for sharing the food values of Dates.