ঝকঝকে সাদা দাঁত পাবার উপায়

Author Topic: ঝকঝকে সাদা দাঁত পাবার উপায়  (Read 1498 times)

Offline chhanda

  • Sr. Member
  • ****
  • Posts: 298
    • View Profile
পান-সিগারেট খেলে কেবল নয়, আরও নানান কারণে লালচে দাঁতের সমস্যায় ভুগে থাকেন অনেকেই। সবসময় ডেন্টিস্টের কাছে যাওয়াও হয়ে ওঠে না। তাই বলে কি লালচে থাকবে দাঁত? একদম নয়! রইলো ঘরোয়া ভাবে দাঁত সাদা করার একটা সহজ উপায়। আর এতে আপনার সহায়ক হবে বেকিং পাউডার ও লেবু!

বেকিং পাউডার নিন কয়েক চামচ। তার সাথে প্রয়োজনমত লেবুর রস মিশিয়ে পেস্ট তৈরি করুন। এবার এই পেস্ট দিয়ে ব্রাশ করে ফেলুন দাঁত। দেখুন তো, প্রথম ব্যবহারের কেমন ঝকঝকে হয়ে উঠেছে! নিয়মিত ব্যবহারে দাঁত আর হলদে সবার সুযোগই পাবে না।