হাদিসের বাংলায় অনুবাদ

Author Topic: হাদিসের বাংলায় অনুবাদ  (Read 1106 times)

Offline ehsan217

  • Full Member
  • ***
  • Posts: 116
  • Test
    • View Profile
হাদিসের বাংলায় অনুবাদ
« on: October 09, 2013, 07:45:41 PM »
হযরত আবু হুরাইরা (রা)
থেকে বর্ণিত,তিনি বলেন আমি রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি-" এক
ব্যক্তি গুনাহ করল।তারপর সে বলল হে আমার
প্রতিপালক! আমি তো গোনাহ করে ফেলেছি।
আমাকে তুমি মাফ করে দাও। তার প্রতিপালক
বললেনঃ আমার বান্দা কি একথা জেনেছে যে,
তার একজন প্রতিপালক রয়েছে যিনি গোনাহ
মাফ করে দেন এবং এর জন্য শাস্তিও দেন।
আমার বান্দাকে আমি ক্ষমা করে দিলাম।
তারপর সে আল্লাহর ইচ্ছা অনুযায়ী কিছুকাল
অবস্থান করল
এবং সে আবারো গোনাহতে লিপ্ত হল।
বান্দা আবার বলল, হে আমার প্রতিপালক!
আমি তো আবার গোনাহ করে বসেছি, আমার এ
গুনাহ তুমি ক্ষমা করে দাও। এর
প্রেক্ষিতে আল্লাহ্ পাক বললেনঃ আমার
বান্দা কি একথা জেনেছে যে, তার একজন
প্রতিপালক রয়েছে যিনি গোনাহ মাফ করে দেন
এবং এর জন্য শাস্তিও দেন। আমি আমার
বান্দার গোনাহ মাফ করে দিয়েছি এরপর
সে বান্দা আল্লাহর ইচ্ছায় কিছুকাল
সে অবস্থায় অবস্থান করল।
আবারো সে গুনাহতে লিপ্ত হয়ে গেল।সে বলল,
হে আমার প্রতিপালক!
আমি তো আরো একটি গুনাহ করে ফেলেছি।
আমার এ গুনাহ তুমি ক্ষমা করে দাও। তখন
আল্লাহ্ তা'আলা বললেন,আমার
বান্দা কি একথা জেনেছে যে, তার একজন
প্রতিপালক রয়েছে যিনি গোনাহ মাফ করে দেন
এবং এর জন্য শাস্তিও দেন। আমি আমার এ
বান্দাকে ক্ষমা করে দিলাম। এরূপ তিনবার
বললেন। "
{সহীহ বুখারী, হাদিসঃ ৬৯৯৮}
সুবআন আল্লাহ্ ...আল্লাহ্ মহা ক্ষমাশীল ও দয়ার সাগর।
হে দয়াময় আল্লাহ্। আমি আপনার গুনাহগার বান্দা আমাকে আপনি ক্ষমা করে দিন। আমীন।