কৃষ্ণশিরীষ
সংস্কৃত : কৃষ্ণ শিরীষ।
বৈজ্ঞানিক নাম : Albizia amar
Fabaceae গোত্রের এক প্রকার উদ্ভিদ। বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা এবং পূর্ব আফ্রিকায় এই গাছ প্রচুর জন্মে।
এই গাছ মাঝারি উচ্চতার হয়ে থাকে। গাছগুলো কাঁটাশূন্য হয়। এর কাঠ বেশ শক্ত। বাকলের ভিতরের রঙ সাদা।
গাছটি ঘন শাখাযুক্ত হয়। শাখায় নরম লোম থাকে। এর পাতা দ্বিপক্ষল। পত্রদণ্ডে ৮-২০ জোড়া পত্রিকা থাকে। সমগ্র পাতাটি প্রায় ১-৩ ইঞ্চি লম্বা হয়।
এর ফুলের রঙ পীত, ফুলের বোঁটা বেশ নরম হয়। বোঁটা লোমযুক্ত হয়। গ্রীষ্মকালে এর ফুল ফোটে।
ফল শুঁটি আকারের হয়। শীতকালে ফল ধরে। প্রতিটি শুঁটিতে ১০-১১টি বীজ হয়।
এর মূল অর্শ, উদরাময় এবং গনোরিয়া রোগের চিকিৎসার জন্য ব্যবহার করা হয়। বীজের তেল কুষ্ঠ রোগের জন্য উপকারী। এর পাতা চোখ ওঠা এবং রাতকানা রোগ নিরাময়ে উপকারী। এছাড়া গবাদি পশুর খাদ্য হিসেবে এর পাতা ব্যবহার করা হয়।
সূত্র :
ভারতীয় বনৌষধি। দ্বিতীয় খণ্ড। কলিকাতা বিশ্ববিদ্যালয়। ২০০২।
http://www.flickr.com/photos/45835639@N04/4859927087/