মটোরোলা আনবে যন্ত্রাংশ পরিবর্তনযোগ্য স্মার্টফোন

Author Topic: মটোরোলা আনবে যন্ত্রাংশ পরিবর্তনযোগ্য স্মার্টফোন  (Read 1103 times)

Offline maruppharm

  • Hero Member
  • *****
  • Posts: 1227
  • Test
    • View Profile
নিজের সুবিধা অনুযায়ী কম্পিউটার আপডেট করার মতো যন্ত্রাংশ বদলিয়ে স্মার্টফোনও আপডেট করে নেওয়া যাবে। সম্প্রতি গুগলের অধীনস্থ স্মার্টফোন নির্মাতা মটোরোলা কাস্টোমাইজ করার সুবিধাযুক্ত স্মার্টফোন তৈরির জন্য একটি প্রকল্প হাতে নিয়েছে। ‘আরা’ নামের এই প্রকল্পে একটি ওপেন হার্ডওয়্যার প্ল্যাটফর্ম তৈরি করবে মটোরোলা, যার মাধ্যমে স্মার্টফোন ব্যবহারকারীরা তাঁদের পছন্দ অনুযায়ী যন্ত্রাংশ যুক্ত করে স্মার্টফোন তৈরি করতে পারবেন।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিনেট এক প্রতিবেদনে জানিয়েছে, এত দিন রিংটোন, ওয়ালপেপার কিংবা স্মার্টফোনের রং পরিবর্তনের পাশাপাশি ফোনের পেছনের কভারটি পরিবর্তন করতে পারতেন স্মার্টফোন ব্যবহারকারীরা। মটোরোলা গৃহীত প্রকল্পের অধীনে স্মার্টফোনের জন্য একটি কাঠামো তৈরি করা হবে, যাতে ব্যবহারকারীর খুশিমতো ডিসপ্লে, কি-বোর্ড, অতিরিক্ত ব্যাটারির মতো মডিউলও যুক্ত করার সুবিধা থাকবে। মটোরোলার দাবি, বর্তমানে স্মার্টফোন আপডেট করা খুব সহজ নয়। কিন্তু আরা প্রকল্পে তৈরি কাঠামোতে স্মার্টফোন খুব সহজে যন্ত্রাংশ দিয়ে হালনাগাদ করা যাবে। এতে স্মার্টফোন ব্যবহারকারী তাঁর স্মার্টফোন দেখতে কেমন হবে বা এতে কী ধরনের যন্ত্রাংশ ব্যবহূত হবে, তা নিজে নির্ধারণ করতে পারবেন।
মটোরোলা জানিয়েছে, কাস্টোমাইজ করার সুবিধাযুক্ত স্মার্টফোন তৈরির ক্ষেত্রে ‘ফোনব্লকস’ নামের একটি উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছে। ফোনব্লকস ও মটোরোলা মিলে কাস্টোমাইজ ফোন তৈরির প্ল্যাটফর্ম গড়ে তুলতে কাজ করছে। অবশ্য এ প্রকল্প এখনো প্রাথমিক অবস্থায় রয়েছে।
Md Al Faruk
Assistant Professor, Pharmacy