বিরল হাইব্রিড সূর্যগ্রহণ

Author Topic: বিরল হাইব্রিড সূর্যগ্রহণ  (Read 1057 times)

Offline maruppharm

  • Hero Member
  • *****
  • Posts: 1227
  • Test
    • View Profile
গতকাল বিরল এক সূর্যগ্রহণ প্রত্যক্ষ করেছে বিশ্ববাসী। যুক্তরাষ্ট্র, ইউরোপ ও আফ্রিকায় এ বিরল সূর্যগ্রহণ দেখা গেছে। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার গবেষকেরা জানিয়েছেন, এ ধরনের সূর্যগ্রহণ সচরাচর দেখা যায় না। এটি ‘দুর্লভ হাইব্রিড গ্রহণ’। স্থান ভেদে এ গ্রহণকে কোথাও আংশিক বা কোথাও পূর্ণ গ্রহণ হিসেবে দেখা গেছে। বিবিসি অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
আফ্রিকা থেকে সূর্যের পূর্ণ-গ্রহণ দেখা গেছে এসময় প্রায় এক মিনিট এ গ্রহণ স্থায়ী ছিল। কয়েকটি অঞ্চল গ্রহণের সময় পুরো অন্ধকারে ঢেকে যায়।
নাসার গবেষকেরা জানান, যুক্তরাষ্ট্রে প্রথম গ্রহণ পরিলক্ষিত হলেও এটি আটলান্টিক মহাসাগর ও আফ্রিকায় এ গ্রহণ ঘটতে দেখা যায়।
গবেষকেরা বলেন, গত ১৫০ বছরের মধ্যে এ ধরনের হাইব্রিড সূর্যগ্রহণের ঘটনা প্রথম। সর্বশেষ ১৮৫৪ সালের ২০ নভেম্বর এ ধরনের গ্রহণের ঘটনার রেকর্ড রয়েছে। ২১৭২ সালের ১৭ অক্টোবরের  আগে এ ধরনের গ্রহণের ঘটনার সম্ভাবনাও বিরল।
Md Al Faruk
Assistant Professor, Pharmacy