Career Development Centre (CDC) > Bangladesh Civil Service-BCS
Some general knowledge(2)
maruppharm:
১. বখতিয়ার খলজি বাংলা জয় করেন
কত সালে ?
উ. ১২০৪ সালে
২. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের
মনোগ্রামে তারকা চিহ্ন
রয়েছে কতটি ?
উ. ৪টি
৩. বাংলাদেশের
নদী গবেষণা ইনস্টিটিউট অবসি'ত
কোথায় ?
উ. ফরিদপুর
৪. বাংলাদেশের নির্বাহী বিভাগ
থেকে বিচার বিভাগ পৃথক করা হয় কত
তারিখে ?
উ. ১ নভেম্বর ২০০৭ সালে
Saqueeb:
informative.
habib.cse:
useful
mshahadat:
১. শারীরবিদ্যার জনক কে ?
→উইলিয়াম হার্ভে
২. অর্থনীতির জনক কে ?
→এডামস্মিথ
৩. আধুনিক অর্থনীতির জনক কে ?
→পল
স্যামুয়েলসন
৪. আধুনিক গণতন্ত্রের জনক কে ?
→জন লক
৫. আধুনিক জোর্তিবিজ্ঞানের
জনক কে ?
→কোপার্নিকাস
৬. আধুনিক মনোবিজ্ঞানের জনক
কে ?
→সিগমুন্ড ফ্রয়েড
৭. আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক
কে ?
→নিকোলো মেকিয়াভেলী
৮. ইংরেজি নাটকের জনক কে?
শেক্সপিয়র।
৯. ইতিহাসের জনক কে ?
→হেরোডোটাস
১০. ইন্টারনেটের জনক কে ?
উত্তরঃ ভিনটন
জি কার্ফ ।
১১. WWW এর জনক কে ? উত্তরঃ
টিম বার্নাস
লি ।
১২. ই-মেইল এর জনক কে ?
উত্তরঃ রে টমলি সন।
১৩. ইন্টারনেট সার্চইঞ্জিনের
জনক কে?
উত্তরঃ এলান এমটাজ ।
১৪. উদ্ভিদবিজ্ঞানের জনক কে ?
→থিওফ্রাস্টাস
১৫. এনাটমির জনক কে ?→আঁদ্রে
ভেসালিয়াস
১৬. ক্যালকুলাসের জনক কে ?
→নিউটন
১৭. ক্যালকুলাসের জনক কে?
আইজ্যাক নিউটন।
১৮. গণিতশাস্ত্রের জনক কে ?
→আর্কিমিডিস
১৯. চিকিত্সাবিজ্ঞানের জনক
কে ?
→হিপোক্রেটিস
২০. জীবাণুবিদ্যার জনক কে ?
→লুই পাস্তুর
২১. জ্যামিতির জনক কে ?
→ইউক্লিড
২২. দর্শনশাস্ত্রের জনক কে ?
→সক্রেটিস
২৩. প্রাণিবিজ্ঞানের জনক
কে ?→এরিস্টটল
mshahadat:
৩৬তম বিসিএস প্রস্তুতি:
সাধারণ বিজ্ঞান:
--------------------------
প্রশ্ন: সেলসিয়াস স্কেলে মানব দেহের স্বাভাবিক উষ্ণতা কত ?
উ: ৩৬.৯ ডিগ্রী
প্রশ্ন: স্বাভাবিক অবস্থায় একজন মানুষের উপর প্রতি বর্গ ইঞ্চিতে বায়ুর চাপ কত ?
উ: ১৫ পাউন্ড
প্রশ্ন: সিস্টোলিক চাপ বলতে কী বুজায় ?
উ: হৃদপিন্ডের সংকোচন চাপ
প্রশ্ন: ডায়োস্টোল চাপ বলতে কী বুঝায় ?
উ: হৃদপিন্ডের প্রসারণ
প্রশ্ন: রক্তে হিমোগ্লোবিন থাকে কোথায় ?
উ: লোহিত রক্তকনিকায়
প্রশ্ন: রক্তের লোহিত রক্ত কনিকা তৈরী হয় ?
উ: অস্থিমজ্জায়
প্রশ্ন: মানব দেহে মোট কশেরুকার সংখ্যা কতো ?
উ: ৩৩ টি
প্রশ্ন: মানুষের মুখে কর্তন দাতের সংখ্যা কতো ?
উ: 20 টি
প্রশ্ন: রক্ত কতো প্রকার ?
উ: ৩ প্রকার
প্রশ্ন: হিমোগ্লোবিনের কাজ কী ?
উ: অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড বহন করা
প্রশ্ন: পালমোনারী (ফুসফুসীয়) শিরা কী বহন করে ?
উ: অক্সিজেন বাহী রক্ত
প্রশ্ন: মানব দেহের হৃত্পিণ্ড কতো প্রকোষ্ট বিশিষ্ট ?
Navigation
[0] Message Index
[#] Next page
Go to full version