Career Development Centre (CDC) > Bangladesh Civil Service-BCS
Some general knowledge(2)
mshahadat:
প্রশ্ন: লোহিত রক্ত কণিকার আয়ুষ্কাল কতো দিন ?
উ: ৫ -৬ দিন
প্রশ্ন: অনুচক্রিকার গড় আয়ু কতো দিন ?
উ: ১০ দিন
প্রশ্ন: রক্ত শুন্যতা বলতে বুঝায় ?
উ: রক্তে হিমোগ্লোবিনের পরিমান কমে যাওয়া
প্রশ্ন: রক্তের গ্রুপ আবিষ্কার করেন কে ?
উ: ল্যান্ড ষ্টিনার
প্রশ্ন: বিলিরুবিন কোথায় তৈরী হয় ?
উ: যকৃত
প্রশ্ন: বক্ষ গহ্বর ও উদর পৃথক রাখে কে ?
উ:ডায়াফ্রাম
প্রশ্ন: কিডনীর কার্যকরী একক কী ?
উ: নেফরন
প্রশ্ন: মুত্রের ঝাঝালো গন্ধের দায়ী পদার্থের নাম কী ?
উ: এমোনিয়া
প্রশ্ন: মুত্র হলুদ দেখায় কেন ?
উঃ বিলিরুবিনের জন্য
প্রশ্ন: অ্যামাইনো অ্যাসিড ইউরিয়ায় পরিনত হয় কোথায় ?
উ: যকৃত এ
প্রশ্ন: মানব দেহে রাসায়নিক দূত হিসাবে কাজ করে কী ?
উ: হরমোন
প্রশ্ন: ডায়াবেটিস রোগ হয় কোন প্রাণরসের অভাবে ?
উ: ইনসুলিন
প্রশ্ন: পিত্ত রস অগ্নাশয় রসের সাথে মিলিত হয় কোথায় ?
উ: ডিওডেনাম
প্রশ্ন: মানব দেহে বৃহতম গ্রন্থি কোনটি ?
উ: যকৃত
প্রশ্ন: চোখের জল নিঃসৃত হয় কোথা থেকে ?
উ: লেকরিমাল গ্রন্থি থেকে
প্রশ্ন: নার্ভের মাধ্যমে প্রবাহিত আবেগের গতি প্রতি সেকেন্ডে কত মিটার ?
উ: ১২৫ মিটার
প্রশ্ন: একজন সুস্থ মানুষের একটি হৃদ কম্পন সম্পূর্ণ হতে কত সময় লাগে ?
উঃ ০.৪ সেকেন্ড
প্রশ্ন: শরীর থেকে বর্জ পদার্থ ইউরিয়া বের করে দেয় কোন অঙ্গ ?
উঃ কিডনি
প্রশ্ন: একজন স্ত্রী লোক জননকালে প্রতি মাসে কয়টি ডিম্ব উত্পাদন করে ?
উ: ১ টি
প্রশ্ন: মুত্র প্রস্তুত হয় কোথায় ?
উ: কিডনীতে
প্রশ্ন: থাইরয়েড গ্রন্থি হতে নিঃসৃত প্রানরসের নাম কী ?
উ: থাইরক্সিন
প্রশ্ন: চোখের মধ্যে সবচেয়ে সংবেদনশীল অংশের নাম কি ?
উ: রেটিনা
প্রশ্ন: আমিষ জাতীয় খাদ্য পরিপাক করে কোন জারক রস ?
উ: পেপসিন
প্রশ্ন: বহিঃকর্ণ ও মধ্যকর্ণ এর সংযোকস্থলের পর্দাটির নাম কি ?
উ: টিস্প্যানিক পর্দা
প্রশ্ন: জীব দেহের ওজনের প্রায় ২৪ ভাগ কোন পদার্থ ?
উ: কার্বন
প্রশ্ন: যকৃত বা পেশী কোষে অতিরিক্ত গ্লুকোজ জমা থাকে কি রূপে ?
উ: গ্লাইকোজেন রূপে
প্রশ্ন: প্রোটিন জাতীয় খাদ্যের প্রধান কাজ কি ?
উ: দেহের ক্ষয় পূরণ ও বৃদ্ধি জাতীয় কাজ করা
প্রশ্ন: কোন হরমোনের অভাবে স্নায়ু ও পেশীর অস্থিরতা বেড়ে যায় ও পেশীর খিচুনী শুরু হয় ?
উ: প্যারা থরমোন
প্রশ্ন: ভয় পেলে গায়ের লোম খাড়া হয় কোন হরমোনের অভাবে ?
উ: অ্যাড্রনালিন
প্রশ্ন: দাড়ি গোঁফ গজায় কোন হরমোনের জন্য ?
উঃ টেস্টোস্টেরন
প্রশ্ন: জীবন রক্ষাকারী হরমোন কোনটি ?
উঃ অ্যালডোস্টেরন
প্রশ্ন: ফসফরাস বেশি থাকে কোন অঙ্গে ?
উ: অস্থিতে
প্রশ্ন: খাদ্য দ্রব্য সবচেয়ে বেশি শোষিত হয় পোস্টিক নালীর কোন অংশে ?
উ: ক্ষুদ্রান্তে
প্রশ্ন: মহিলাদের পরিনত জনন কোষকে কি বলে ?
উ: ডিম্বাণু
প্রশ্ন: মানুষের করোটিতে কতটি অস্থি থাকে ?
উ: ২৪ টি
প্রশ্ন: প্রতি মিনিটে হৃদপিন্ডের স্বাভাবিক গড় স্পন্দন কত ?
উঃ ৭২
প্রশ্ন: ধমনী শেষ হয় কোথায় ?
উ: লসিকায়
প্রশ্ন: মানুষ সাদা ও কালো হয় কোন হরমোনের কারণে ?
উ:মেলানিন
প্রশ্ন: মস্তিস্কে প্রতি মিনিটে কি পরিমাণ রক্ত সরবরাহ হয় ?
উ: ৩৫০ মি.লি.
প্রশ্ন: পরিপাক তন্ত্রের সবচেয়ে শক্তিশালী স্ফিত অংশের নাম কি ?
উ: পাকস্থলী
প্রশ্ন: কোন জিনিস পিত্তের বর্ণের জন্য দায়ী ?
উ: বিলিরুবিন
প্রশ্ন: নিউরন কি ?
উ: স্নায়ু কলার প্রতিটি কোষকে নিউরন বলে
প্রশ্ন: কোন সন্ধিতে সবচেয়ে বেশী Movement হয় ?
উ: সাইনভিয়াল সন্ধি
প্রশ্ন: মানব দেহের ক্ষুদ্রতম অস্থির নাম কি ?
উ: স্টেপিস
প্রশ্ন: রোগ জীবাণু ধ্বংস করতে সাহায্য করে কোন রস ?
উ: পিত্তরস
প্রশ্ন: কোন হরমোন রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়ায় ?
উ: গ্লোকাগন
প্রশ্ন: একজন বয়স্ক লোক প্রতি মিনিটে কত বার শ্বাস নেয় ?
উ: ১২ - ১৮ বার
প্রশ্ন: মানব দেহের রক্ত সঞ্চালন চক্র আবিস্কার করেন কে ?
উ: উইলিয়াম হার্ভে
mshahadat:
প্রশ্ন: কোন অ্যাসিড মানব দেহে অপেক্ষাকৃত বেশি পরিমানে আছে ?
উ: HCL
প্রশ্ন: লম্বা হওয়ার জন্য কোন হরমোন দায়ী ?
উ: গ্রোথ হরমোন
প্রশ্ন: জরায়ু সংকোচন সহায়তা করে কোন হরমোন ?
উ: অক্সিটোসিন
প্রশ্ন: রক্ত কি ধরনের কলা ?
উ: যোজক কলা
প্রশ্ন: স্নায়ু কোষের বর্ধিত অংশকে কি বলে ?
উ: এক্সেন
প্রশ্ন: প্রশ্বাসে কি ধরনের বায়ু ফুসফুসে প্রবেশ করে ?
উ: অক্সিজেন মিশ্রিত
প্রশ্ন: রক্তের চাপ কোথায় সবচেয়ে কম ?
উ: শিরায়
প্রশ্ন: মানব দেহের সবচেয়ে বড় গ্রন্থির নাম কি ?
উ: যকৃত
প্রশ্ন: মানব দেহের সবচেয়ে বড় অস্থির নাম কি ?
উ: ফিমার
প্রশ্ন: কোনটি শিশু কালে অপসারণ করলে বামনত্ব হয় ?
উ: পিটুইটারি
প্রশ্ন: শোসনের সময় দেহ হতে কি নির্গত হয় ?
উ: কার্বন - ডাই -অক্সাইড
প্রশ্ন: শুক্রাশয় থেকে নিসৃত হরমোনের নাম কি ?
উ : টেস্টোস্টেরন
প্রশ্ন: মাইটোসিস কোথায় সংগঠিত হয় ?
উ : দেহ কোষে
প্রশ্ন: রক্তে লোহিত ও শ্বেত কণিকার অনুপাত কত ?
উ: ৫০০ : ১
প্রশ্ন: রক্ত জমাট বাধার পার রক্তের হালকা অবশিষ্ট তরল অংশকে কি বলে ?
উ: সিরাম
প্রশ্ন: মানব দেহের সর্বাপেক্ষা দৃঢ় ও দীর্ঘ অস্থি কোনটি ?
উ: উরুর অস্থি
প্রশ্ন: অনুচক্রিকার কাজ কি ?
উ: রক্ত জমাট বাধায়
প্রশ্ন: লিউকোমিয়া রোগের কারণ কি ?
উ: রক্তে শ্বেত কণিকার মাত্রা বেড়ে যাওয়া
প্রশ্ন: দেহের শক্তির প্রধান মাধ্যম কি ?
উ: শ্বসন
প্রশ্ন: দেহে মেলানিনের প্রধান কাজ কি ?
উ: সূর্য রশ্নীর ক্ষতিকর প্রভাব থেকে দেহকে রক্ষা করা
প্রশ্ন: কোন গ্রন্থির রসে রক্তে গ্লুকোজ হ্রাস পায় ?
উ: অগ্নাশয়
প্রশ্ন: অক্ষি গোলকের প্রাচীরের নাম কি ?
উ: রেটিনা
প্রশ্ন: রক্তে প্রয়োজনের অতিরিক্ত গ্লুকোজ পাওয়া গেলে কোন রোগ বুঝা যায় ?
উ: ডায়াবেটিস
প্রশ্ন: কোন হরমোনের প্রভাবে মেয়েদের অঙ্গসৌষ্ঠব বৃদ্ধি পায় ?
উ: ইস্টজেন
প্রশ্ন: নালী বিহীন গ্রন্থী গুলোর মধ্যে কোনটি প্রধানতম ?
উ: পিটুইটারি
প্রশ্ন: থাইরয়েডের অবস্থান কোথায় ?
উ: গলায় ল্যারিংসের এর উপরে , দু পাশে
প্রশ্ন: মানুষের আ্যাপেডিক্স কোথায় অবস্থান করে ?
উ: সিকামে
প্রশ্ন: ক্ষুদ্রান্ত্র এর বিশোসক একক কি ?
উ : ভিলাস
প্রশ্ন: ভিটামিন কে ও বি কোথায় সংস্লেসিত হয় ?
উ: বৃহদন্তে
প্রশ্ন: ব্লাড ক্যান্সার কেন হয় ?
উ: রক্তে শ্বেত কণিকার সংখ্যা বেড়ে গেলে
প্রশ্ন: চোখে আলো প্রবেশ করে কোন অংশ দিয়ে ?
উ: কর্ণিয়া
প্রশ্ন: ইনসুলিন অগ্নাশয়ের কোথায় তৈরী হয় ?
উ: বিটা কোষে
প্রশ্ন: চোখের পানির উত্স কোথায় ?
উ: ল্যাক্রিমাল গ্রন্থী
প্রশ্ন: মানব চোখে পেশীর সংখ্যা কত ?
উঃ ৬ টি
প্রশ্ন: মানব চোখে কয়টি অশ্রু গ্রন্থী থাকে ?
উ: ২ টি
mshahadat:
। দেশের ৮ম বিভাগ হতে যাচ্ছে=ময়মনসিংহ বিভাগ।।।
২। দেশের ৬৫তম জেলা হবে= ভৈরব।।।
৩। দেশের ৩য় সমুদ্র বন্দর =পায়রা সমুদ্রবন্দর।।।
৪। বর্তমানে দেশে উপজেলারসংখ্যা=৪
৮৯টি।।।
৫। বর্তমানে দেশে থানারসংখ্যা =৬৩৬টি।।।
৬।বর্তমানে দেশে পৌরসভারসংখ্যা=৩১৯টি।
৭। বর্তমানে মাথাপিছু আয়=1314 মার্কিন ডলার।।।
৮। জনসংখ্যারঘনত্ব (প্রতি বর্গ কিমি)= 1035 জন।।।
(অর্থনৈতিক সমীক্ষা-২০১৫)
৯। দেশে বর্তমানে সচিব পদেরসংখ্যা=১১০টি।
১০। জনপ্রশাসনে বর্তমানে জ্যেষ্ঠসচিবেরসংখ্যা = ১২
জন।।।
১১। সম্প্রতি বাংলাদেশ বিমানবহরে যুক্ত হওয়া
নতুনউড়োজাহাজের নাম=রাঙাপ্রভাত।।।
১২।দেশে তৈরি প্রথমযাত্রীবাহী স্টিমার বা
জাহাজের নাম = এমভি বাঙালি।।।
১৩। প্রস্তাবিত অটিস্টিকএকাডেমি স্থাপিত হবে =
ঢাকার মহাখালীতে।।।
১৪। পদ্মা সেতু নির্মাণ করবে =চায়না মেজর
ব্রিজইঞ্জিনিয়ারিং কোম্পানি লি।।।
১৫। বাংলাদেশ ও ভারতের সমুদ্রসীমা বিরোধ
নিষ্পত্তিরমামলা হয়= স্থায়ী সালিশি আদালত
(নেদারল্যান্ডস)।।।
১৬। বাংলাদেশ-ভারতেরসমুদ্রসীমা নির্ধারণী মামলার
রায় হয়=৭ জুলাই ২০১৪.
১৭। বাংলাদেশ-ভারতেরমধ্যে বিরোধপূর্ণ সমুদ্রসীমার
মধ্যে = ১৯৪৬৭ বর্গ কি.মি. বাংলাদেশ লাভ করে।।।
১৮। বর্তমানে দেশে গ্যাসক্ষেত্রআছে =২৬টি.(সর্বশেষ:
রুপগঞ্জ
mshahadat:
1. রাজশাহীর উত্তরাংশ, বগুড়ার
পশ্চিমাংশ, রংপুর ও দিনাজপুরের
কিছু অংশ নিয়ে গঠিত‒
ANS: বরেন্দ্রভূমি
2. রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি?
ANS: ভানুসিংহ
3. ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো
একুশে ফেব্রুয়ারি’র রচিয়তা -
ANS: আবদুল গাফফার চৌধুরী
4. ‘বিদ্রোহী’ কবিতাটি কবি নজরুল
ইসলামের কোন কাব্যগ্রন্থের
অন্তর্গত?
ANS: অগ্নিবীণা
5. কোন জারক রস পাকস্থলীতে দুদ্ধ
জমাট বাধায় ?
ANS: রেনিন
6. মানুষের ক্রোমোজোমের সংখ্যা
কত?
ANS: ২৩ জোড়া
7. Adult cell ক্লোন করে যে ভেড়ার
জন্ম হয়েছে তার নাম দেয়া হয়েছে-
ANS: ডলি
8. বহুমূত্র রোগে কোন হরমোনের
দরকার?
ANS: ইনসুলিন
9. ভায়াগ্রা কী?
ANS: নতুন একটি ওষুধ
10. ওজোন স্তরের ফাটলের জন্য
মুখ্যত দায়ী কোন গ্যাস?
ANS: ক্লোরোফ্লুরো কার্বন
mshahadat:
11. প্রাণীর মলমূত্র থেকে
ব্যাকটেরিয়ার সাহায্যে
ফারমেন্টেশন প্রক্রিয়ায় উৎপন্ন হয়‒
ANS: মিথেন
12. কোন দেশের পরিবেশের
ভারসাম্য রক্ষার জন্য বনাঞ্চল
প্রয়োজন মোট ভূমির‒
ANS: ২৫ শতাংশ
13. কম্পিউটার সফটওয়্যার জগতে
নামকরা প্রতিষ্ঠান কোনটি?
ANS: মাইক্রোসফট
14. গ্রীন হাউস এফেক্টের জন্য
বাংলাদেশে কোন ধরনের ক্ষতি
হতে পারে ?
ANS: উপরের সবগুলো
15. বাংলাদেশের লোকশিল্প
যাদুঘর কোথায় অবস্থিত?
ANS: সোনারগাঁয়ে
16. উত্তরা গণভবন কোথায় অবস্থিত?
ANS: নাটোর
17. বাংলাদেশের জাতীয় পাখি‒
ANS: দোয়েল
18. বাংলাদেশের কেন্দ্রীয় গো-
প্রজনন খামার কোথায় অবস্থিত?
ANS: সাভার, ঢাকা
19. বাংলাদেশের জাতীয় পশু
কোনটি?
ANS: রয়েল বেঙ্গল টাইগার
20. কৃষি বিশ্ববিদ্যালয়ের সর্বপ্রথম
উপাচার্য কে ছিলেন?
ANS: ড. ওসমান গনি
21. বাংলাদেশের কোন অঞ্চলে
গোচারণের জন্য বাগান আছে?
ANS: পাবনা, সিরাজগঞ্জ
22. বাংলাদেশে পার্বত্য
শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়‒
ANS: ২ ডিসেম্বর, ১৯৯৭
23. বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ
খনিজ সম্পদ কোনটি?
ANS: গ্যাস
24. বাংলাদেশের একজন ভোটারের
সর্বনিম্ন বয়স কত?
ANS: ১৮ বছর
25. বাগেরহাট খানজাহান আলীর
প্রতিষ্ঠিত মসজিদটি কত
গম্বুজবিশিষ্ট?
ANS: একাশি
26. বাংলাদেশের বনাঞ্চলের
পরিমাণ মোট ভূমির কত শতাংশ?
ANS: ১৫ শতাংশ
27. বঙ্গবন্ধু সেতুর দৈর্ঘ্য‒
ANS: ৪.৮ কিলোমিটার
28. বাংলাদেশের নৌবাহিনীর
প্রতীক কী?
ANS: কাছিবেষ্টিত নোঙর
29. জনসংখ্যার ভিত্তিতে বিশ্বের
সবচেয়ে বড় মুসলিম দেশ কোনটি ?
ANS: ইন্দোনেশিয়া
30. ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী
কোথায় ?
ANS: তুরস্ক
31. ‘গিল্ডার’ কোন দেশের মুদ্রার
নাম?
ANS: নেদারল্যান্ড
32. গবাদিপশুর জাত উন্নয়নে পাক
ভারত উপমহাদেশে কোন ব্রিটিশ
প্রথম অগ্রণী ভূমিকা পালন করেন?
ANS: লর্ড লিনলিথগো
33. যুক্তরাষ্ট্রে ক্রীতদাস প্রথা
বিলোপকারী প্রেসিডেন্টের নাম
কী?
ANS: আব্রাহাম লিংকন
34. নেপালের পার্লামেন্টের নাম
কী?
ANS: পার্লামেন্ট
35. জাতিসংঘের সদর দপ্তর কোথায়
অবস্থিত?
ANS: নিউইয়র্ক
36. খাদ্য ও কৃষি সংস্থার প্রধান
কার্যালয় কোথায় অবস্থিত?
ANS: রোমে
37. ADB-এর সদর দপ্তর কোথায়
অবস্থিত ?
ANS: ম্যানিলা
38. ‘নাসা’ কোন দেশের সংস্থা?
ANS: যুক্তরাষ্ট্র
39. মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ কে
কয়টি সেক্টরে ভাগ করা হয়ে ছিল?
ANS: ১১ টি
40. বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবী
দিবস পালন করা হয় কবে?
ANS: ১৪ ডিসেম্বর
41. ‘দ্য লিবারেশন অফ বাংলাদেশ’
গ্রন্থের রচয়িতা‒
ANS: মেজর জেনারেল সুখওয়ান্ত
সিং.
Navigation
[0] Message Index
[#] Next page
[*] Previous page
Go to full version