ক্যান্সারের চিকিৎসায় গাঁজা!

Author Topic: ক্যান্সারের চিকিৎসায় গাঁজা!  (Read 894 times)

Offline snlatif

  • Faculty
  • Sr. Member
  • *
  • Posts: 267
    • View Profile
গাঁজা গাছের নির্যাসে এক ধরনের উপাদান রয়েছে, যা ক্যান্সারের বিস্তার রোধ করে। মেয়েদের স্তন ক্যান্সারের চিকিৎসায়ও এর ব্যবহার ভালো ফল বয়ে আনবে। সাম্প্রতিক এক গবেষণায় এসব তথ্য জানা যায়। গাঁজা গাছের নির্যাসে ক্যানাবিডিউল নামের এক ধরনের উপাদান রয়েছে। ক্যানসারের বিস্তারে যেসব জিন দায়ী তাদের নিষ্ক্রিয় করে দেয় এটি। এই উপাদান সাইকোঅ্যাকটিভ নয়। ফলে এর ব্যবহারে মারাত্মক সব ক্যান্সারের উপশম হয়। স্তন ক্যানসারে আক্রান্ত রোগীদের শরীরে ক্যানাবিডিউল প্রবেশের ফলে ক্যানসারে আক্রান্ত কোষগুলো ধীরে ধীরে স্বাভাবিক ও সজীব হয়ে ওঠে। যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরের ক্যালিফোর্নিয়া মেডিক্যাল সেন্টারের গবেষকদের দীর্ঘ পাঁচ বছর গবেষণার ফসল এটি। গবেষণায় নেতৃত্ব দেন ড. ডেসপ্রেজ ও ড. ম্যাক অ্যালিস্টার। তারা জানান, গাঁজা গাছের নির্যাসে ক্ষতিকর কোনো উপাদান নেই। বরং এটি ক্যানসার উপশমে উল্লেখযোগ্য ভূমিকা রাখে।


সূত্রঃ ডেইলি মেইল।