দেশের প্রথম অনলাইন ফটোগ্রাফি স্কুল

Author Topic: দেশের প্রথম অনলাইন ফটোগ্রাফি স্কুল  (Read 1073 times)

Offline snlatif

  • Faculty
  • Sr. Member
  • *
  • Posts: 267
    • View Profile
ফেসবুক পেজে দেশের প্রথম অনলাইন ফটোগ্রাফি স্কুল চালু করছে রবি আজিয়াটা লিমিটেড। আলোকচিত্রী ও দৃক গ্যালারির প্রতিষ্ঠাতা শহিদুল আলমের সহযোগিতায় ‘রবি ফটো স্কুল’ নামে এই উদ্যোগ নিয়েছে অপারেটরটি। ফটোগ্রাফির ওপর শহিদুল আলমের কৌশল ও পরামর্শ সংবলিত ছোট ছোট ভিডিও টিউটোরিয়ালের সমন্বয়ে অনলাইন ক্যাম্পেইনটি সাজানো হয়েছে। প্রতিটি ভিডিওরই রয়েছে আলাদা আলাদা থিম। এর মধ্যে পোট্রেইট, স্ট্রিট ফটোগ্রাফি, ডেইলি লাইফ, ল্যান্ডসস্কেইপ নামে রয়েছে আলাদা ট্যাব।

সংশ্লিষ্ট বিষয়ের ভিডিওর পর তা এখানে আপলোড করতে পারবেন রবি ফেসবুক বন্ধুরা। এখানে আপলোড করা ছবি থেকে সেরা ছবিয়াল নির্বাচন করা হবে।
নির্বাচিত ছবিতে ভোট দেয়ার জন্য ছবিটি নির্ধারিত একটি ছকে উপস্থাপন করা হবে। তবে সর্বোচ্চ ভোটে নয়, বিচারকদের মনোনয়নে নির্বাচিত হবেন প্রথম পুরস্কার বিজয়ী।

এদের মধ্যে প্রথম বিজয়ী বৃত্তি নিয়ে ‘পাঠশালা’ (দৃক গ্যালারি) থেকে ফটোগ্রাফির ওপর এক বছরের প্রশিক্ষণের সুযোগ পাবেন। আর ভোটের ভিত্তিতে সেরা দুটি ছবি পুরস্কার হিসেবে পাবেন ক্যানন ইওএস ৬০ডি ও ক্যানন ইওএস ৬০০ডি ক্যামেরা।

এই আয়োজন বিষয়ে রবির চিফ মার্কেট অফিসার প্রদীপ শ্রীবাস্তব মনে করেন, প্রযুক্তিকে ব্যবহার করে অনুভূতিকে প্রকাশ করার জন্য এ প্রজন্মের অন্যদের তুলনায় তরুণরা অনেক এগিয়ে আছে। এ উদ্যোগের মাধ্যমে ইন্টারনেট ও কল্পনাশক্তির অপূর্ব সমন্বয় ঘটবে।


Source:Internet