একটি মাউস এবং কীবোর্ডের সাহায্যে অনেকগুলো কম্পিউটার চালান!

Author Topic: একটি মাউস এবং কীবোর্ডের সাহায্যে অনেকগুলো কম্পিউটার চালান!  (Read 1184 times)

Offline snlatif

  • Faculty
  • Sr. Member
  • *
  • Posts: 267
    • View Profile
আমরা অনেকেই শুনেছি একই সাথে অনেকগুলো কম্পিউটার ব্যবহার করা যায় । অনেকেই করেনও , ফলে তাদের টেবিলে জায়গা নিয়ে বেশ টানাটানিতে পড়ে যেতে হয়। কারণ কীবোর্ড, মাউস রেখে টেবিলে স্থান সঙ্কুলান করে ওঠা আসলেই বেশ ঝামেলাপূর্ণ একটি ব্যাপার।

এইসমস্যা সমাধানের জন্য আছে Mouse Without Borders নামক মাইক্রোসফটের একটি গ্যারেজ প্রজেক্ট।

(Collected)