Million malware in nine months!

Author Topic: Million malware in nine months!  (Read 1165 times)

Offline mustafiz

  • Hero Member
  • *****
  • Posts: 524
  • Test
    • View Profile
Million malware in nine months!
« on: November 28, 2013, 11:39:56 AM »
চলতি বছরের নয় মাসে ম্যালওয়্যার তৈরিতে মাইলফলক ছুঁয়েছে সাইবার দুর্বৃত্তরা। জানুয়ারি থেকে সেপ্টেম্বর এই সময়ে এক কোটিরও বেশি ম্যালওয়্যার তৈরি করেছে তারা। কম্পিউটার নিরাপত্তা প্রতিষ্ঠান পাণ্ডাল্যাবসের গবেষকেরা সাম্প্রতিক এক গবেষণায় এ তথ্য পেয়েছেন।
পাণ্ডাল্যাবসের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরে সাইবার দুর্বৃত্তদের প্রচুর আয় বেড়েছে। সেই সঙ্গে তারা নতুন ম্যালওয়্যার তৈরিতে কাজ চালিয়ে যাচ্ছে। এদিকে, অ্যান্টি ম্যালওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানগুলো তাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে দুর্বৃত্তদের ঠেকানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে, দুর্বৃত্তরা সব সময় একধাপ এগিয়ে থাকছে।
পান্ডাল্যাবসের তথ্য অনুযায়ী, এ বছরের তৃতীয় প্রান্তিক পর্যন্ত এক কোটিরও বেশি ম্যালওয়্যার শনাক্ত করেছে তারা যার মধ্যে অধিকাংশই ২০১২ সালের ম্যালওয়্যারগুলোর অনুরূপ। ২০১২ সালে যত ম্যালওয়্যার তৈরি হয়েছিল এ বছরের নয় মাসে তার চেয়ে বেশি ম্যালওয়্যার তৈরি হয়েছে।

পাণ্ডাল্যাবসের কারিগরি পরিচালক লুইস করনস জানিয়েছেন, সাইবার দুর্বৃত্তরা এখন ম্যালওয়্যার তৈরি করে প্রচুর আয় করতে সক্ষম। এজন্য তাদের খুব বেশি কষ্ট করতে হয় না। নতুন ম্যালওয়্যার তৈরির পরিবর্তে পুরোনো ম্যালওয়্যারগুলোর রূপ বদল করে দেয় তারা।

পাণ্ডাল্যাবস এ বছর যতো ম্যালওয়্যার শনাক্ত করেছে তার মধ্যে সবচেয়ে ঝুঁকি তৈরি করতে সক্ষম ছিল নতুন করে তৈরি ট্রোজান, ওয়ার্ম ও ভাইরাস।

পাণ্ডাল্যাবসের তথ্য অনুযায়ী, উন্নত বিশ্বের বিভিন্ন দেশে ম্যালওয়্যার আক্রমণের হার কম কারণ সেখানে সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচী নেওয়া হয়। এশিয়ার দেশগুলোতে ম্যালওয়্যারের আক্রমণ বাড়ছে বলে জানিয়েছে পাণ্ডাল্যাবস।

এদিকে, আরেক কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান ম্যাকাফিও এ বছর কম্পিউটার ও মোবাইল প্ল্যাটফর্মে ম্যালওয়্যারের আক্রমণ বেড়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে।
« Last Edit: December 10, 2013, 07:30:34 PM by mustafiz »