আমরা যারা স্মার্টফোন ব্যবহার করি, আমরা সবসময় চাই আমাদের স্মার্টফোনে এমন কিছু অ্যাপস থাকুক, যেগুলো আমাদের নিত্যদিনের বিশেষ কিছু সুবিধা দিয়ে যাবে। আজকের এই পোষ্টটাতে তেমন কিছু লেখা হয়েছে। আমাদের দেশের কিছু তরুণ প্রোগ্রামারদের মেধার কথা, তাদের ভাবনার কথা, তাদের তৈরী একটি মোবাইল অ্যাপ্লিকেশনের কথা, যার নাম, "Bus Map Dhaka"।
কি এই বাস ম্যাপ ঢাকা
আমাদের দেশের প্রধান যানবাহন যে বাস, তা নিঃসন্দেহে বলা যেতে পারে। বাংলাদেশের কম-বেশী সব রাস্তাতে বাস দেখা যায়। কিন্তু আমরা অনেক সময় ভুলে যাই কোন বাস কোথায় যাবে, অনেক সময় ভুল করে অন্য বাসে উঠে যাই, পোহাতে হয় চরম ভোগান্তি। নষ্ট হয় অনেক মূল্যবান সময়। করা হয়ে উঠে না অনেক গুরুত্বপূর্ন কাজ। এ ধরনের সমস্যার কথা মাথায় রেখে বাংলাদেশের কিছু তরুন প্রোগ্রামাররা মিলে তৈরী করেন এমন একটি মোবাইল অ্যাপ্লিকেশন, যা দিয়ে আমরা কোনো ইন্টারনেট মাধ্যম ছাড়া জানতে পারবো ঢাকা শহরে এক স্থান থেকে অন্য কোন স্থানে যাওয়ার জন্য কি কি বাস আছে। NerdCats নামের একটি প্রোগ্রামার দল আ্যপটি তৈরী করে দেশব্যাপী তাক লাগিয়ে দিয়েছেন। এবং, পুরো অ্যাপ্লিকেশনটি বানাতে নেতৃত্ব দিয়েছেন আর পর্যবেক্ষণ করেছেন, তানজিম সাকিব, টেকনিক্যাল ইভাঞ্জেলিস্ট, মাইক্রোসফট বাংলাদেশ।
কি আছে বাস ম্যাপ ঢাকাতে
এ অ্যাপ দিয়ে আমরা জানতে পারবো, ঢাকা শহরের এক স্থান থেকে অন্য স্থানের দূরত্ব কতটুকু, কোথায় কোথায় বাস দাড়াঁয়, কোন বাস কোন রুট দিয়ে বা পথ দিয়ে যায়। সাথে সাথে আমরা আমাদের প্রয়োজনীয় স্থানগুলো বুকমার্ক করে রাখতে পারবো যাতে প্রতিবার সার্চ করে বের না করতে হয়। এতে আছে ঢাকা শহরের প্রায় সব বাসের নাম ও তাদের রুটের বিবরণ। সবচেয়ে মজার ব্যাপার হলো যে, সম্পূর্ন অ্যাপ্লিকেশনটি আমাদেরকে দেখানো হবে একটি অফ-লাইন নোকিয়া ম্যাপে, যা সত্যিই অভাবনীয়।
কাদের জন্য বাস ম্যাপ ঢাকা
মূলত এই অ্যাপ্লিকেশনটি যে শুধু বাস ভ্রমনের জন্য ব্যবহার করতে হবে, তা কিন্তু নয়। বাস ভ্রমন ছাড়াও অন্য ক্ষেত্রে এই অ্যাপটি ব্যবহার করা যাবে। যদি আপনার নিজের গাড়ি থাকে, কিন্তু আপনি আপনার গন্তব্যস্থল যাওয়ার রাস্তা না চিনেন, তাহলে এই অ্যাপটি আপনার সঙ্গী হয়ে দাড়াতেঁ পারে। যার জন্যে শুধুমাত্র আপনাকে আপনার লোকেশন আর আপনার গন্তব্যস্থলের নাম লিখে সার্চ করতে হবে। বাকিটা ছেড়ে দিন অ্যাপের উপর। এরপর দেখুন ফলাফল কি আসে। এই অ্যাপটি সবচেয়ে বেশি কাজ়ে লাগতে পারে কোনো ভিনদেশী নাগরিক আর ঢাকায় পড়াশোনা এবং চাকুরীর জন্য আগত ছাত্র আর চাকুরীজীবিদের। আর সাধারন নাগরিকদের জন্য তো আছেই।
কি কি লাগবে, বাস ম্যাপ ঢাকা চালাতে
বাস ম্যাপ ঢাকা অ্যাপটি চালাতে শুধু একটা উইন্ডোজ ফোনই যথেষ্ট। হ্যা, উইন্ডোজ ফোনটিতে অবশ্যই উইন্ডোজ ফোন ৮ ইন্সটল করা থাকতে হবে। উইন্ডোজ ফোন ৭ বা ৭.৫ এ অ্যাপটি রান করবে না। আপনি যদি উইন্ডোজ ফোন ব্যবহার করে থাকেন, তাহলে ডাউনলোড করুন এখান থেকেঃ
http://www.windowsphone.com/en-bd/store/app/bus-map-dhaka/3795f088-028a-4958-bea6-a2d0eb243bd9এ বিষয়ে মাইক্রোসফট বাংলাদেশের টেকনিক্যাল ইভাঞ্জেলিস্ট, তানজিম সাকিব বলেছেন-
২ কোটি মানুষের শহরে বাস নিত্য দিনের বাহন। তাই এই অ্যাপটি ছিল স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য সবচেয়ে প্রয়োজনীয়। নার্ডক্যাটস ও আমার উইন্ডোজ ফোনের প্রতি ভালোবাসা থেকেই অ্যাপটির সূচনা, কিন্তু মানুষের সেবায় এটির পরিধি বাড়ানোর চিন্তাও আমরা করছি। দারুন সাফল্যের পর এখন আন্তর্জাতিক উন্নয়ন অংশীদার প্রতিষ্ঠানগুলোও আমাদের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে, তাই ভবিষ্যতে ঢাকার বাইরের সংস্করন বা অন্য প্ল্যাটফর্ম নিয়ে কাজ করার সম্ভাবনাও রয়েছে।
সাফল্যের তালিকায় 'NerdCats'
'NerdCats' দলটি যে শুধু ঢাকা বাস ম্যাপ তৈরী করে সাফল্য পেয়েছে, তা নয়। NerdCats এর আরেকটি চমক হল “চন্দ্রবিন্দু”, যা উইন্ডোজ ফোনের প্রথম ফোনটিক প্যাটার্ন বাংলা কি-বোর্ড । চন্দ্রবিন্দু দিয়ে খুব সহজে উইন্ডোজ ফোনে বাংলা লেখা যায়, ফেসবুকে স্ট্যাটাস দেওয়া, ইন্টারনেটে কিছু খোজাঁ, বাংলায় মুঠোবার্তা পাঠানো ইত্যাদি গুরুত্বপূর্ন কাজ করা সম্ভব এই অ্যাপটি দিয়ে। চন্দ্রবিন্দু তৈরী করে 'NerdCats', মাইক্রোসফট ইমাজিন কাপ ২০১৩ বাংলাদেশ ন্যাশনাল ফাইনালে ২য় রানার-আপ হয়। আপনি যদি আপনার উইন্ডোজ ফোনে বাংলা ভাষা ব্যবহার করতে চান, তাহলে ডাউনলোড করতে পারেন এখান থেকেঃ
http://www.windowsphone.com/en-bd/store/app/%E0%A6%9A%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AC-%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%81/ba645406-329d-4f42-a197-cec80db11d3c