ই.কো’র যাত্রা শুরু

Author Topic: ই.কো’র যাত্রা শুরু  (Read 961 times)

Offline sadia.ameen

  • Sr. Member
  • ****
  • Posts: 266
  • Test
    • View Profile
ই.কো’র যাত্রা শুরু
« on: December 01, 2013, 05:48:22 PM »
বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নেটওয়ার্ক অবকাঠামো বিষয়ক প্রতিষ্ঠান ই.কো। মালয়েশিয়াভিত্তিক আজিয়াটা গ্রুপের নতুন উদ্যোগ ই.কো গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান ই.কো বাংলাদেশ লিমিটেড। ৩০ নভেম্বর ঢাকায় আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
ই.কো কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটির পরিচয় প্রসঙ্গে বলেন, এটি প্যাসিভ নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার অপারেটর যা সাশ্রয়ী মূল্যে নেটওয়ার্ক সংশ্লিষ্ট সার্বিক অবকাঠামো তৈরি, ট্রান্সমিশন এবং সার্ভিস সলিউশন মূলক সেবা দিতে কাজ করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিকম রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান সুনীল কান্তি বোস এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব এন আই খান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ই.কো-এর প্রধান নির্বাহী জেমস ম্যাকলরিন ও ই.কো বাংলাদেশ লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড্রু রোল্ট।
অ্যান্ড্রু রোল্ট জানিয়েছেন, ই.কো বাংলাদেশে একটি নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার অপারেটর হিসেবে কার্যক্রম পরিচালনা করা ছাড়াও আরো বেশি কিছু করতে আগ্রহী। আমাদের কার্যক্রমের মাধ্যমে আমরা  বিশ্বমানের যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে চেষ্টা করব।
জেমস ম্যাকলরিন বলেন, বাংলাদেশের যোগাযোগ খাতের সম্ভাবনাময় ভবিষ্যত্ গড়তে ভূমিকা পালন করবে ই.কো।