সবচেয়ে পাতলা স্মার্টফোন বাংলাদেশে

Author Topic: সবচেয়ে পাতলা স্মার্টফোন বাংলাদেশে  (Read 1072 times)

Offline sadia.ameen

  • Sr. Member
  • ****
  • Posts: 266
  • Test
    • View Profile
বিশ্বের সবচেয়ে পাতলা স্মার্টফোন হুয়াউই অ্যাসেন্ড পি৬ এখন বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে। গতকাল শনিবার ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে দেশের বাজারে ৬.১৮ মিলিমিটার পুরুত্বের এ স্মার্টফোন বিক্রি শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে এ ফোনের বিস্তারিত জানান হুয়াউই টেকনোলজি বাংলাদেশ লিমিটেডের পরিচালক (ডিভাইস বিজনেস) মরগান লিউ। এ ছাড়া বক্তৃতা করেন হুয়াউই বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা বেকার জোহ, পরিচালক মো. সাফায়েত আলম এবং কিউ মোবাইল লিমিটেডের পরিচালক মোহাম্মদ মেজবাহউদ্দীন।

অনুষ্ঠানে জানানো হয়, অ্যাসেন্ড পি৬ স্মার্টফোনে রয়েছে ১.৫ গিগাহার্টজ কোয়াড-কোর প্রসেসর। এর রয়েছে ধাতব আবরণ। ৪.৭ ইঞ্চি পর্দা, ৮ মেগাপিক্সেল পেছনের এবং ৫ মেগাপিক্সেল সামনের ক্যামেরা রয়েছে পি-৬-এ। অ্যান্ড্রয়েড ৪.২.২ অপারেটিং সিস্টেমে চলে এটি। এর টাচস্ক্রিনে আছে ‘ম্যাজিক টাচ’ প্রযুক্তি, ফলে হাতমোজা পরেও এতে কাজ করা যাবে। দেশের বাজারে এটি পাওয়া যাবে ৩৪ হাজার ৯৯০ টাকায়।(prothomalo)

Offline mustafiz

  • Hero Member
  • *****
  • Posts: 524
  • Test
    • View Profile