বিড়ালের নতুন অসুখ!

Author Topic: বিড়ালের নতুন অসুখ!  (Read 1213 times)

Offline Kanij Nahar Deepa

  • Sr. Member
  • ****
  • Posts: 291
  • Faculty
    • View Profile
বিড়ালের নতুন অসুখ!
« on: December 02, 2013, 11:27:04 AM »
যুক্তরাজ্যে পোষা বিড়ালের মধ্যে সম্প্রতি নতুন একধরনের অস্বাভাবিক আচরণ দেখা যাচ্ছে। ঘরে অতি পরিচিত বিভিন্ন আওয়াজেই (যেমন: কম্পিউটার মাউসে ক্লিক, সেদ্ধ ডিম ভাঙা, চিপসের মোড়ক ও টিনের কৌটা খোলা প্রভৃতি) চমকে উঠছে বিড়ালগুলো। জনপ্রিয় কার্টুন টম অ্যান্ড জেরিতে অনেক সময় দেখা যায়, জেরি কোনো শব্দ করলে চমকে ওঠে টম। গবেষকেরা বাস্তব বিড়ালের এ রকম প্রবণতাকে এখন কার্টুন চরিত্রের ওই সমস্যার সঙ্গে তুলনা করে নাম দিয়েছেন ‘টম অ্যান্ড জেরি সিনড্রোম’। তাঁদের ধারণা, হূদেরাগের কারণে এমনটা হতে পারে। বিড়াল পোষেন এমন অনেকের কাছ থেকে প্রাণীটির অস্বাভাবিক আচরণ সম্পর্কে তথ্য সংগ্রহ করে বিষয়টির কারণ অনুসন্ধান করছেন গবেষকেরা। টেলিগ্রাফ।
Kanij Nahar Deepa
Lecturer
Dept. of Pharmacy
Daffodil International University