ভারতের নভোযান ‘মঙ্গলযান’ সাফল্যের সঙ্গে পৃথিবীর কক্ষপথ ছাড়িয়ে মঙ্গলগ্রহের উদ্দেশে ৩শ’ দিনের যাত্রা শুরু করেছে।
রোববার ভোরে মঙ্গলযান সফলভাবে পৃথিবীর কক্ষপথ ছেড়ে যায় বলে জানিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)।
এখন ৩শ’ দিনে ৬৮০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ২০১৪ সালের ২৪ সেপ্টেম্বরে মঙ্গলের কক্ষপথে প্রবেশ করবে মঙ্গলযান।
মঙ্গলে যাওয়ার জন্য প্রয়োজনীয় শক্তি সঞ্চয় করতে এতদিন পৃথিবীর কক্ষপথেই ভ্রমণ করেছিল মঙ্গলযান।
এ ভ্রমণ শেষ হয়েছে। এখন সূর্য্যের চারপাশে ১০ মাসের পরিভ্রমণ শেষে এটি মঙ্গলে যাবে।যানটি ভালভাবেই পৃথিবীর কক্ষপথ ছেড়ে গেছে বলে জানান ইসরো প্রধান।
গত ৫ নভেম্বর ভারতের পূর্বাঞ্চলীয় সতীশ ধবন মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে মঙ্গলযান মহাকাশে যাত্রা করে। এরপর কিছু বাধাবিঘ্ন কাটিয়ে পৃথিবীর কক্ষপথে পৌঁছে যানটি।
ইসরো জানিয়েছে, এখন সেখান থেকে যাত্রা শেষে গন্তব্যে পৌঁছানোর পর মঙ্গলের চারদিকে ঘুরবে মঙ্গলযান। এ সময় বিভিন্ন কোণ থেকে মঙ্গলের নানা ছবি ও তথ্য পৃথিবীতে পাঠানোর কথা রয়েছে যানটির