তিনটি ষাড় আর সিংহ: ঈশপের গল্প অবলম্বনে

Author Topic: তিনটি ষাড় আর সিংহ: ঈশপের গল্প অবলম্বনে  (Read 1274 times)

Offline Arif

  • Full Member
  • ***
  • Posts: 203
    • View Profile
একদা এক বনে তিনটি ষাড় বাস করত। তিনজনেরই পরস্পরের মধ্যে ছিল খুব ভাব। তারা সব সময় একসঙ্গে থাকত, একসঙ্গে মাঠে চরে বেড়াত, গল্প করত, সুখে-দুঃখে সমব্যথিও হতো। সেই বনে এক সিংহও বাস করত। সিংহটির ইচ্ছে হলো ওদের মেরে মাংস খায় কিন্তু সে সুযোগ পাচ্ছিল না। তাই তার ইচ্ছেও পূরণ হচ্ছিল না। কারণ ওই তিনটি ষাঁড় ছিল এতোই বলবান যে, এক সঙ্গে থাকলে সিংহ ওদের সঙ্গে পেরে উঠবে না।

সিংহ তখন মনে মনে ভাবল, যদি ওদের আলাদা আলাদা মাঠে চরার ব্যবস্থা করা যায়, তাহলে আমি একবার সুযোগ নিতে পারি। এই ভেবে সিংহটি বেশ কায়দা করে ওদের মধ্যে এমন ঝগড়া বাঁধিয়ে দিল যে, তাদের পরস্পরের মুখ দেখাদেখি পর্যন্ত বন্ধ হয়ে গেল। ফলে তারা দূরে আলাদা আলাদা মাঠে চরতে শুরু করল।

এতদিন অপেক্ষা করার পর এবার সিংহের সুযোগ এসে গেল। সে তখন ওদের একে একে মেরে সাধ মিটিয়ে মাংস খেল।

উপদেশ : বন্ধুদের পরস্পর বিরোধে শত্রুরা সুযোগের সদ্ব্যবহার করে।

Muhammad Arifur Rahman
Assistant professor and Head
Department of Pharmacy