ফেইসবুকের নতুন ফিচার

Author Topic: ফেইসবুকের নতুন ফিচার  (Read 1255 times)

Offline maruppharm

  • Hero Member
  • *****
  • Posts: 1227
  • Test
    • View Profile
ফেইসবুকের নতুন ফিচার
« on: December 03, 2013, 09:04:35 PM »
ব্যবহারকারীদের পুরনো পোস্ট নতুন করে নিউজ ফিডে পোস্ট করার নতুন এক ফিচার নিয়ে পরীক্ষা চালাচ্ছে সোশাল মিডিয়া ফেইসবুক কর্তৃপক্ষ। সম্প্রতি এক বিবৃতিতে নতুন ফিচারটি নিয়ে জানিয়েছে তারা।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অলথিংসডি-কে ফেইসুবকের এক মুখপাত্র বলেন, “একটি বিশেষ নোটিফিকেশনে ক্লিক করলে নিউজফিডের পোস্টগুলোর মধ্যে বাছাইকৃত কয়েকটি টপ পোস্ট দেখতে পাবেন আপনি।”

ফেইসবুকের বিবৃতিতে বলা হয়েছে, “নিউজ ফিডের পুরনো পোস্টগুলো নতুন করে সামনে এনে পুরনো স্মৃতি মনে করিয়ে দেওয়ার নতুন এক পদ্ধতি নিয়ে কাজ করছি আমরা।”

নতুন ফিচারটি এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে বলেই জানিয়েছেন ওই মুখপাত্র।

তবে ফেইসবুক নতুন ফিচারটি বড় পরিসরে কবে নাগাদ চালু হবে, সে ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি।
Md Al Faruk
Assistant Professor, Pharmacy