চুলের যত্নে অসাধারণ একটি প্যাক

Author Topic: চুলের যত্নে অসাধারণ একটি প্যাক  (Read 1522 times)

Offline chhanda

  • Sr. Member
  • ****
  • Posts: 298
    • View Profile
আধ কাপ তাজা গোলাপের পাপড়ির উপর এক কাপ উষ্ণ পানি ঢালুন। পাপড়িগুলো পানিতে ভিজিয়ে রাখুন। একটি ব্লেন্ডারে একটি মাঝারি আকারের কলা বাকল ছাড়িয়ে ও ফালি করে রাখুন, এক টেবিল চামচ মধু এবং এক টেবিল চামচ বাদাম তেল (তৈলাক্ত চুলের জন্য) মিশিয়ে নিন। এতে যোগ করুন গোলাপের মিশ্রণ এবং মসৃণ না হওয়া পর্যন্ত ব্লেন্ড করুন। এই মিশ্রণ চুলে ও মাথার তালুতে ঘষে ঘষে মেশান। এরপর গরম টাওয়েল দিয়ে মাথা ঢেকে রাখুন এবং ২০-৩০ মিনিট রিলাক্স করুন।

সবশেষে গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। বাকি যা থাকল তা ফ্রিজে সংরক্ষণ করতে পারেন এক সপ্তাহ। এই প্যাকটি আপনার চুলকে করবে প্রানবন্ত, মসৃন। চুলের প্রাণহীনতা দূর হবে।

collected