5 top tech in 2013

Author Topic: 5 top tech in 2013  (Read 1072 times)

Offline maruppharm

  • Hero Member
  • *****
  • Posts: 1227
  • Test
    • View Profile
5 top tech in 2013
« on: December 31, 2013, 02:05:46 PM »
২০১৩ সালে প্রযুক্তি-বিশ্বের নতুন অনেক উদ্ভাবন আর পণ্য খবরের শিরোনাম হয়েছে। এর মধ্যে অনেকগুলো বিষয়ই বছর জুড়ে তুমুল আলোচনায় ছিল। জানুয়ারি মাসে কনজুমার ইলেকট্রনিক শো (সিইএস) মেলার প্রযুক্তিপণ্য, সামাজিক যোগাযোগ, সহজে মুছে যায় এমন বার্তা পাঠানোর অ্যাপ্লিকেশন, রোবট, চালকবিহীন বিমানসহ নতুন উদ্ভাবনী পণ্য ও প্রযুক্তির দেখা মিলেছে এ বছর। ২০১৩ সালে যেসব প্রযুক্তি মানুষের আগ্রহের কেন্দ্রে ছিল সেগুলো নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ভেঞ্চারবিট।


গোপন নজরদারিগোপন নজরদারি
এ বছর আলোচনার কেন্দ্রে ছিল মার্কিন গোয়েন্দা সংস্থার গোপন নজরদারির তথ্য ফাঁসের ঘটনাটি। তথ্য ফাঁসকারী মার্কিন গোয়েন্দা সংস্থার সাবেক কর্মী অ্যাডওয়ার্ড স্নোডেন ছিলেন আলোচনার কেন্দ্রে। যুক্তরাজ্যের গার্ডিয়ান ও যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন পোস্ট মার্কিন গোয়েন্দা সংস্থার গোপন নজরদারি ও ফোন রেকর্ডের তথ্য ফাঁস করে হইচই ফেলে দিয়েছিল। প্রযুক্তি বিশ্বে আলোড়ন তুলেছে এরকম ঘটনার অন্যতম ঘটনা ছিল এটি। ধারণা করা হচ্ছে, ২০১৪ সালেও এ ঘটনার রেশ থাকবে।

থ্রিডি প্রিন্টিং প্রযুক্তি
এ বছর আলোচনায় ছিল থ্রিডি প্রিন্টিং প্রযুক্তি। কিডনি থেকে শুরু করে বন্দুক, গাড়ি, কৃত্রিম হাত-পা সংযোজন, শিল্পকর্মের প্রতিরূপ (রেপ্লিকা) তৈরির মতো কাজে থ্রিডি প্রিন্টিং প্রযুক্তির ব্যবহার নিয়ে এ বছর আলোচনা হয়েছে। গবেষকেরা ধারণা করছেন, থ্রিডি প্রিন্টিং প্রযুক্তির ব্যবহারে আগামী কয়েক দশকে আমাদের জীবনযাত্রায় অভাবনীয় পরিবর্তন হবে। ডিজিটাল অনুরূপ থেকে ত্রিমাত্রিক (থ্রিডি) কঠিন বস্তু হুবহু তৈরি করতে পারে এই বিশেষ প্রিন্টার। যন্ত্রাংশ উত্পাদন শিল্পে বৈপ্লবিক পরিবর্তন আনবে এই প্রযুক্তি।

থ্রিডি প্রিন্টিং
গুগল গ্লাসপরিধেয় প্রযুক্তিপণ্য
এ বছর আলোচিত ছিল নতুন নতুন পরিধেয় প্রযুক্তিপণ্য। এ বছর বাজারে এসেছে বেশ কিছু পরিধেয় প্রযুক্তিপণ্য। এগুলোর কোনোটি সমালোচিত হয়েছে আবার কোনোটি হয়েছে প্রশংসিত। এমনই বেশ কয়েকটি পরিধেয় প্রযুক্তি হচ্ছে গুগল গ্লাস, ফিটনেস ট্র্যাকার, স্মার্টওয়াচ। বাজার-বিশ্লেষকেরা বলছেন, এ বছরের মতো আগামী বছরটি হবে পরিধেয় প্রযুক্তিপণ্যের। এ সময় স্মার্টওয়াচ, স্মার্টগ্লাস, স্মার্ট আংটি, স্মার্ট ব্যান্ড, স্মার্ট পরচুলার মতো নানা পরিধেয় প্রযুক্তিপণ্যের দেখা মিলতে পারে। এরমধ্যেই গুগল ও স্যামসাং পরিধেয় প্রযুক্তিপণ্যের সঙ্গে প্রযুক্তিপ্রেমীদের পরিচয় করিয়ে দিয়েছে। বাজার গবেষণা ও পরামর্শক প্রতিষ্ঠান ফ্রস্ট অ্যান্ড সুলিভানের গবেষক অ্যান্ড্রু মিলরয় জানিয়েছেন, আগামী দুই বছরে পরিধেয় প্রযুক্তিপণ্যের চাহিদা বাড়বে।


ব্ল্যাকবেরির পতনব্ল্যাকবেরি
এ বছর করপোরেট প্রযুক্তি প্রতিষ্ঠানের ক্ষেত্রে উল্লেখযোগ্য ঘটনা ছিল মাইক্রোসফটের কাছে নকিয়ার মোবাইল ইউনিটটি বিক্রি হয়ে যাওয়ার ঘটনা ও কানাডার মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান ব্ল্যাকবেরির বিপাকে পড়ার ঘটনাটি। লোকসান, কর্মী ছাঁটাইসহ বাজারে পিছিয়ে গিয়ে এবছর করপোরেট প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিপাকে পড়েছিল এক সময়ের জনপ্রিয় ব্ল্যাকবেরি স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানটি। স্মার্টফোনের বাজারে একসময়ের জনপ্রিয় প্ল্যাটফর্ম ব্ল্যাকবেরি ওএস নির্ভর ফোন তৈরি করতো রিসার্চ ইন মোশন বা রিম। অ্যান্ড্রয়েড, আইওএসের জনপ্রিয়তার কাছে ক্রমশ পিছিয়ে পড়ে পড়ে ব্ল্যাকবেরি চলতি বছরে কর্মী ছাঁটাই, নতুন অপারেটিং সিস্টেম ব্ল্যাকবেরি ১০ ও প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে ‘ব্ল্যাকবেরি’ রেখেছে। ধারণা করা হচ্ছিল, ব্ল্যাকবেরি ১০ অপারেটিং সিস্টেমনির্ভর স্মার্টফোন ‘জেড১০’ ব্ল্যাকবেরিকে ঘুরে দাঁড়াতে সাহায্য করবে। তবে ব্ল্যাকবেরি ১০ অপারেটিং সিস্টেম চালিত জেড ১০ আশানুরূপ বিক্রি করতে পারেনি ব্ল্যাকবেরি। লোকসানের ধারায় থাকা প্রতিষ্ঠানটি শেষ নাগাদ বিক্রি হতে বসেছিল ব্যক্তিগত কোনো ক্রেতার কাছে। তবে শেষ নাগাদ প্রতিষ্ঠানটি কর্মকর্তাদের মধ্যে রদবদল করে টিকে থাকার চেষ্টা করে যাচ্ছে। জনপ্রিয় ব্ল্যাকবেরি মেসেজিং অ্যাপ্লিকেশনটি অ্যান্ড্রয়েড ও আইওএসের জন্য উন্মুক্ত করার মতো ঘটনাও ঘটেছে এ বছর।


ইন্টারনেটসব কিছুতেই ইন্টারনেট
এ বছর প্রযুক্তি বিশ্বে আলোচিত বিষয়গুলোর একটি ছিল সব কিছুতেই ইন্টারনেট প্রযুক্তির ব্যবহারের বিষয়টি। সাশ্রয়ী ইন্টারনেট ব্যবস্থার ফলে যদি ঘর গেরস্থালির সব পণ্য থেকে শুরু করে ব্যবসার কাজের উপযোগী পণ্যগুলোতে ইন্টারনেট সংযোগ দেওয়া সম্ভব হয় ডিজিটাল জীবনব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আসবে বলেই মনে করেন গবেষকেরা।
Md Al Faruk
Assistant Professor, Pharmacy