ডারবানে টানা চার টেস্ট হারার পর জ্যাক ক্যালিসকে বিদায়ী টেস্টে ১০ উইকেটের জয় উপহার দিয়েছে দক্ষিণ আফ্রিকা। দেড়যুগের টেস্ট ক্যারিয়ারের শেষ বেলায় তাই আবেগাপ্লুত সর্বকালের অন্যতম সেরা এই অলরাউন্ডার।
ম্যাচ শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে ক্যালিস বলেন, “কঠিন সিদ্ধান্ত ছিল (টেস্ট থেকে অবসর নেয়া)। যেভাবে ভক্তরা সমর্থন দিতে মাঠে এসেছেন, সিএসএ (ক্রিকেট সাউথ আফ্রিকা) ও সতীর্থরা এটাকে বিশেষ একটি ম্যাচে পরিণত করেছেন, তা অবিশ্বাস্য।”
ম্যাচ চলাকালেই ডেল স্টেইনকে বলেছিলেন, শেষ টেস্টে ড্র চান না তিনি। কথা রেখেছেন স্টেইন, তার দারুণ বোলিংয়ে ভারতের বিপক্ষে জয় দিয়েই বিদায় বলতে পেরেছেন সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার।
১৯৯৫ সালের ১৪ ডিসেম্বর এই ডারবানেই ইংল্যান্ডের বিপক্ষে ২০ বছর বয়সে অভিষেক হয়েছিল ক্যালিসের। বৃষ্টিবিঘ্নিত সেই ম্যাচে ১ রানের বেশি করতে পারেননি তিনি। তবে বিদায় বেলায় পেয়েছেন ব্যাটসম্যানদের সবচেয়ে আরাধ্য শতক।
১৬৬ টেস্টের ক্যারিয়ারে ৪৫ শতক আর ৫৮ অর্ধশতকের সাহায্যে ৫৫.৩৭ গড়ে করেছেন ১৩ হাজার ২৮৯ রান। সর্বোচ্চ ২২৪। শতকের দিক থেকে ভারতীয় ব্যাটিং কিংদবন্তী শচীন টেন্ডুলকারের (৫১টি) চেয়ে পিছিয়ে থাকলেও ১১ হাজারের বেশি রান করা ব্যাটসম্যানদের মধ্যে ক্যালিসের গড়টাই সবচেয়ে বেশি।
ডারবানে ১১৫ রানের দৃঢ়তা ভরা ইনিংস খেলার পথে সর্বকালের সেরা রান সংগ্রাহকদের তালিকায় ভারতীয় ব্যাটিং কিংবদন্তী রাহুল দ্রাবিড়কে (১৩ হাজার ২৮৮) ছাড়িয়ে গেছেন ক্যালিস।
বল হাতেও সাফল্য কম পাননি তিনি। পেস বোলিংয়ে ৩২.৬৫ গড়ে নিয়েছেন ২৯২ উইকেট। ইনিংসে ৫ উইকেট নিয়েছেন পাঁচবার। সেরা ৬/৫৪। ম্যাচ সেরা ৯/৯২। সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার লুফেছেন ২০০ ক্যাচও।
মাঠে সম্মান জানানোয় ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও তার দলকেও ধন্যবাদ জানাতে ভুলেননি ক্যালিস।
বিদায় বেলায় আলাদা করেই বলেছেন বাবা-মার কথা। তিনি বলেন, “অনেককেই কৃতজ্ঞতা জানানোর আছে। তাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যারা এখানে নেই, আমার বাবা ও মা। আমার মনে হয় আমি তোমাদের গর্বিত করতে পেরেছি।”
“আমি সৌভাগ্যবান, পুরো ক্যারিয়ারে অসাধারণ সব কোচ পেয়েছি। এতোটা পথ আসতে সাহায্য করায় স্বজন এবং বন্ধুদের ধন্যবাদ,” যোগ করেন তিনি।
টেস্টকে বিদায় জানালেও সীমিত ওভারের ক্রিকেট চালিয়ে যাবেন ক্যালিস। ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রাথমিক দলে নেই তিনি। তবে ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপে খেলার আগ্রহের কথা অনেকবারই বলেছেন তিনি।