ছবি তোলার সময় হয়তো আপনার কাছে মনে হতে পারে দামি সাজগোজ, মেকআপ কিংবা ভালো করে চুল ছাঁটলে আপনার ছবিটি বেশি মানুষের চোখে ধরবে। গবেষকেরা বলছেন, ছবি মানুষের মনে গেঁথে দেওয়ার জন্য প্রয়োজন নিপুণ অ্যালগরিদম। ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) গবেষকেরা এলগরিদম নিয়ে কাজ করছেন। অ্যালগরিদম হচ্ছে কোন সমস্যা সমাধানের একটি পদ্ধতি বা ফর্মুলা। গণিত ও কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে অ্যালগরিদমকে বলা হয় কোনো একটি কাজ বা গাণিতিক হিসাব সম্পন্ন করার জন্য কতগুলি সুনির্দিষ্ট ও ধারাবাহিক ধাপের সমষ্টি।
মার্কিন গবেষকেরা দাবি করেছেন, তাঁরা যে সফটওয়্যার উন্নয়ন করেছেন তাতে মুখের ছবি সহজে মনে গেঁথে থাকবে। এ সফটওয়্যারে মুখের ছবিতে বিশেষ কোনো পরিবর্তন আনতে হবে না। সফটওয়্যারটি মোবাইল ফোনের অ্যাপ্লিকেশন হিসেবেও ব্যবহার করা যাবে।
এমআইটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স ল্যাবরেটরির (সিএসএআইএল) গবেষকেরা বিশেষ এ অ্যালগরিদম উন্নয়ন করেছেন। তাঁদের দাবি, ছবি যাতে অনেক মানুষের মনে ধরে সেজন্য ফটোশপের সাহায্য নিয়ে সম্পাদনার প্রয়োজন পড়বে না। জীবনবৃত্তান্তে যুক্ত করা কিংবা ফেসবুকে আপলোড কিংবা নজরকাড়া ছবির জন্য হাতের নাগালে চলে আসবে বিশেষ একটি সফটওয়্যার।
এমআইটির গবেষকেদের দাবি, আমরা প্রতিদিন অসংখ্য নতুন মুখ দেখতে পাই। এদের মধ্যে কোন মুখটি আমরা স্মরণে রাখব মস্তিষ্ক তত্ক্ষণাত্ সেই সিদ্ধান্ত নিয়ে ফেলে। নতুন সফটওয়্যারে সম্পাদনা করা ছবিতে এমন পরিবর্তন আসবে যাতে মস্তিষ্ক সেই ছবি বিশেষভাবে স্মরণ রাখতে সক্ষম হবে।
এমআইটির প্রযুক্তি গবেষকেদের দাবি, তাঁদের তৈরি সফটওয়্যারে ছবিতে এত সূক্ষ্ম পরিবর্তন আসবে তা সহজে ধরা যাবে না।
গবেষক আদিত্য খোসলা জানিয়েছেন, আমরা পরিবর্তনের বিষয়টি এমনভাবে করতে চাই যাতে মানুষ সহজে আরেকজনের মুখ মনে রাখতে পারে। এই সূক্ষ্ম পরিবর্তনের মুখের আদলে কোনো বদল হবে হবে না।