সাবমেরিন ক্যাবলের মুনাফা কমেছে

Author Topic: সাবমেরিন ক্যাবলের মুনাফা কমেছে  (Read 1062 times)

Offline sadia.ameen

  • Sr. Member
  • ****
  • Posts: 266
  • Test
    • View Profile
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১৩ অর্থবছরে অর্ধবার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী এই সময়ে সাবমেরিন কেবলের মুনাফা কমেছে ৫০ শতাংশ।

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, এ সময়ে কোম্পানিটি কর-পরবর্তী মুনাফা করেছে ২৪ কোটি ৬২ লাখ টাকা। শেয়ারপ্রতি আয় বা ইপিএস ১ টাকা ৬৪ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ৪৯ কোটি ২৩ লাখ টাকা এবং ইপিএস তিন টাকা ২৮ পয়সা।

কোম্পানিটি গত তিন মাসে (অক্টোবর-ডিসেম্বর) মুনাফা করেছে ১০ কোটি ৪৯ লাখ টাকা এবং শেয়ারপ্রতি আয় বা ইপিএস ৭০ পয়সা। আগের বছর একই সময়ে মুনাফা ছিল ২২ কোটি ৯৯ লাখ টাকা এবং ইপিএস ছিল এক টাকা ৫৩ পয়সা।