ইন্টারনেটের গতি সেকেন্ডে ১০ গিগাবিট!

Author Topic: ইন্টারনেটের গতি সেকেন্ডে ১০ গিগাবিট!  (Read 1059 times)

Offline Sultan Mahmud Sujon

  • Administrator
  • Hero Member
  • *****
  • Posts: 2668
  • Sultan Mahmud Sujon, Sr. Admin Officer
    • View Profile
    • Helping You Office Operation & Automation Management


সেকেন্ডে ১০ গিগাবিট গতিতে তথ্য স্থানান্তর করার প্রযুক্তি নিয়ে কাজ করছে গুগল। দ্রুত গতির ইন্টারনেট ব্যবস্থা তৈরির লক্ষে গুগলের নেওয়া এক প্রকল্পের অধীনে ‘পরবর্তী প্রজন্মের ইন্টারনেট’ তৈরি হচ্ছে বলেই দাবি করেছে গুগল।

যুক্তরাষ্ট্রে এরমধ্যে চালু করা ব্রডব্যান্ড ইন্টারনেট গুগল ফাইবার সার্ভিসের মাধ্যমে প্রতি সেকেন্ডে এক গিগাবিট তথ্য স্থানান্তর করে গুগল। এবার গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, তারা এমন প্রযুক্তি নিয়ে কাজ করছে যাতে তথ্য স্থানান্তরের এই গতি আরও দ্রুততর হবে।

গুগলের প্রধান অর্থ বিষয়ক কর্মকর্তা প্যাট্রিক পিশেট ইউএসএ টুডেকে জানিয়েছেন, দ্রুতগতির ইন্টারনেট ব্যবস্থার উন্নয়নের লক্ষে গুগলের দীর্ঘদিনের পরিকল্পনার অংশ এটি।

এদিকে, ইউএসএ টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, দ্রুতগতিতে তথ্য স্থানান্তর সুবিধা বাড়লে বিভিন্ন সফটওয়্যার ও অ্যাপ্লিকেশনের ব্যবহার বাড়বে।

পিশেট আরও জানিয়েছেন, আগামী তিন বছরের মধ্যেই দ্রুতগতির এই ইন্টারনেট সেবা চালু করতে সক্ষম হবে গুগল।

সেকেন্ডে ১০ গিগাবিট তথ্য স্থানান্তরের প্রযুক্তি নিয়ে গুগলের পাশাপাশি অন্যান্য বেশ কয়েকটি প্রতিষ্ঠান কাজ চালিয়ে যাচ্ছে। এর আগে যুক্তরাজ্যের একদল গবেষক দাবি করেছিলেন, ‘হাই-ফাই’ নামে আলোক তরঙ্গ ব্যবহার করে তারবিহীন এক ইন্টারনেট প্রযুক্তিতে তাঁরা সেকেন্ডে ১০ গিগাবিটের বেশি তথ্য স্থানান্তরে সাফল্য পেয়েছেন।


Prothom Alo