শিশুর দাঁতের যত্ন

Author Topic: শিশুর দাঁতের যত্ন  (Read 1049 times)

Offline taslima

  • Hero Member
  • *****
  • Posts: 515
    • View Profile
শিশুর দাঁতের যত্ন
« on: March 27, 2014, 12:34:19 PM »
দাঁত বা মাড়ির সমস্যা হলে দুশ্চিন্তা খানিকটা বেড়ে যায়-কারণ এ সময় শিশুরা ব্যথা অনুভব করে ও কান্নাকাটি করে। শিশুরা খাবার খেতে চায় না ব্যথার কারণে।
এ সময় জ্বর হয়ে থাকে। শিশুদের ছয় মাস বয়স থেকে দুধ দাঁত উঠতে শুরু করে। ১২ বছর বয়স পর্যন্ত দুধ দাঁত এবং স্থায়ী দাঁত এই দুইরকম দাঁতই সাধারণত মাড়িতে থাকে। এর পরপর দুধ দাঁত সব উঠে গিয়ে স্থায়ী দাঁত থেকে যায়।
শিশুর প্রতিটি দুধ দাঁতই নির্দিষ্ট সময় পর্যন্ত রক্ষা করা প্রয়োজন। যাতে শিশুর স্থায়ী দাঁত ঠিকভাবে উঠতে পারে।
তবে বেশিরভাগ ক্ষেত্রেই দুধের দাঁত বা অস্থায়ী দাঁত রোগাক্রান্ত হয়। দাঁতে সবচেয়ে যে রোগ বেশি হয় তা হল ক্যাভিটি (গর্ত)। এর সঠিক কারণ বলা না গেলেও খাবারের কারণে এটা হয়ে থাকতে পারে বলে চিকিৎসকরা মনে করেন।
আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশের মেডিকেল জার্নাল বা গবেষণা থেকে দেখা যায়, ক্যাভিটি সামনের দাঁতের থেকে পেছনের দাঁতে উপস্থিতি বেশি। এর কারণ হিসেবে বলা যায়, যখন কোনো খাবার গ্রহণ করা হয় তখন খাবারটি মাড়ির দিকে আসে।
ক্যাভিটি হলে কোনো ব্যথা অনুভব হয় না। শুধু ক্যাভিটিতে খাবার জমে থাকে। এই পর্যায়ে চিকিৎসা না করালে ক্যাভিটি থেকেই দাঁতে ব্যথা হয়। মাড়িতে পুঁজ জমতে পারে এবং ফুলে যেতে পারে। তখন শিশুর চিকিৎসা করাটা অনেক কষ্টকর হয়ে পড়ে।
তবে এ সমস্যা পুরোপুরি নিয়ন্ত্রণ না করতে পারলেও বাবা-মায়ের সচেতনতা কিছুটা রোধ করতে পারেন। যেমন:
1.   শিশু যখন খাবে তখন কুলি করার অভ্যাস করাতে হবে। এতে তার দাঁতে কোন খাবার জমবে না, দাঁত ও মাড়ি ভালো থাকবে।
2.    বাচ্চাকে দুধ খাওয়ানোর পর তার দাঁত পরিষ্কার রুমাল দিয়ে মুছে দিতে হবে।
3.    শিশুকে দাঁত ব্রাশ সঠিক নিয়মে করাতে হবে।
4.    যদি সম্ভব হয় তাহলে ফ্লসিং (সুতা দিয়ে দুই দাঁতের মাঝখানে পরিষ্কার রাখা) করা হলে দুই দাঁতের মাঝখানে ক্যাভিটি হবার সম্ভাবনা কম থাকে।
5.   বাবা মায়ের সব সময় খেয়াল রাখতে হবে দাঁতে কোনো ক্যাভিটি আছে কিনা? যদি থাকে তাহলে অবশ্যই ডাক্তারের কাছে নিতে হবে।
Taslima Akter
Sr. Accounts Officer (F&A)
Daffodil International University
Email: taslima_diu@daffodilvarsity.edu.bd