মহাকাশে ক্ষুদ্র কৃত্রিম উপগ্রহ

Author Topic: মহাকাশে ক্ষুদ্র কৃত্রিম উপগ্রহ  (Read 2261 times)

Offline maruppharm

  • Hero Member
  • *****
  • Posts: 1227
  • Test
    • View Profile
ট্ট দুটি কৃত্রিম উপগ্রহ (স্যাটেলাইট) মহাকাশে বৈজ্ঞানিক কাজে সামর্থ্যের প্রমাণ দিয়েছে। আন্তর্জাতিক মহাকাশ সেন্টারে (আইএসএস) গত ফেব্রুয়ারিতে স্যাটেলাইটগুলো যাত্রা শুরু করে। আলোর ঝলকানির সাহায্যে এগুলো পৃথিবীতে বিভিন্ন তথ্য পাঠায়। অত্যাধুনিক এ স্যাটেলাইট ছোট আকারের হওয়ায় বেশ সাশ্রয়ী, দ্রুতগামী এবং সহজে মোতায়েন করা যায়।
নাম: ফায়ারফ্লাই। ১৯৯৯ সালে কিউবস্যাট নামের স্যাটেলাইট তৈরি করা হয়। সেটির আধুনিকায়নের মাধ্যমে প্রকৌশলীরা তৈরি করেছেন ফায়ারফ্লাই।
আকার: ১০ সেমিx১০ সেমিx৩০ সেমি।
খরচ: ১৫ লাখ মার্কিন ডলারের কম।
কাজ: জ্যোতির্বিজ্ঞানীদের গবেষণার বিভিন্ন কাজে এ ছোট্ট স্যাটেলাইটের চাহিদা বাড়ছে। মহাজাগতিক গামা রশ্মির ঝলকানি পর্যবেক্ষণ; ভূমিকম্পের জন্য দায়ী তাড়িতচৌম্বক সংকেত শনাক্ত করার পাশাপাশি মহাকাশে ব্যাকটেরিয়াল প্রোটিনের উৎপাদন পর্যবেক্ষণ।
পরিভ্রমণ এলাকা: ১৫ লাখ কিলোমিটার।
মহাকাশে ২০০৩ সালে কিউবস্যাটের বিচরণ শুরু হয়। জলবায়ু পর্যবেক্ষণের জন্য মার্কিন ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন এটি পাঠায়। ২০১৩ সালে আরও ছোট চারটি স্যাটেলাইট (পকেটকিউব) মহাকাশে পাঠায় নাসা। সূত্র: নেচার।
Md Al Faruk
Assistant Professor, Pharmacy