টয়োটার মেইল ডিজিটাল প্রতারণা!

Author Topic: টয়োটার মেইল ডিজিটাল প্রতারণা!  (Read 867 times)

Offline maruppharm

  • Hero Member
  • *****
  • Posts: 1227
  • Test
    • View Profile
টয়োটার গাড়ি জিতেছেন বা বার্ষিক লটারি জিতেছেন দাবি করে যদি আপনার ইনবক্সে মেইল আসে, আশান্বিত না হয়ে সতর্ক হন। টয়োটার লোগোসহ একটি মেইল জি-মেইলের ইনবক্সে আসতে পারে, যাতে ‘স্টার প্রাইজ উইনার লন্ডন’ নামে আপনাকে বিশাল পুরস্কার জেতার প্রলোভন দেখাতে পারে।
এই মেইলে দাবি করা হয়, যুক্তরাজ্যে টয়োটার বার্ষিক লটারি প্রচারণার অংশ হিসেবে আপনার ই-মেইলটি নির্বাচিত হয়েছে। মেইলের পরবর্তী অংশে ব্যক্তিগত নানা তথ্য চাওয়া হয়, যার মধ্যে রয়েছে ব্যাংক অ্যাকাউন্টের নম্বর, পেশা, বয়স প্রভৃতি। এ তথ্যগুলো না দিলে আপনি পুরস্কারের জন্য বিবেচিত হবেন না বলেও সতর্ক করা হয়।
টয়োটার নাম ব্যবহার করে পাঠানো এই মেইল সম্পর্কে টয়োটার সঙ্গে মেইলে যোগাযোগ করা হলে আনুষ্ঠানিকভাবে একটি বিবৃতি জানিয়ে কিছু পরামর্শ দিয়েছে গাড়ি নির্মাতাপ্রতিষ্ঠানটি।
টয়োটা কর্তৃপক্ষ জানিয়েছে, কখনো আপনার মেইলে কোটি কোটি টাকার লটারি জেতার মেইল আসে। সম্প্রতি টয়োটার নাম ভাঙিয়েও এ রকম মেইল পাঠানো হচ্ছে।
যুক্তরাষ্ট্রের টয়োটার মোটর বিপণন বিভাগ থেকে ই-মেইলে জানানো হয়েছে, টয়োটার নাম ভাঙিয়ে বিভিন্ন স্প্যাম পাঠানো ও লটারি প্রতারণার বিষয়টি সম্পর্কে সচেতন রয়েছে প্রতিষ্ঠানটি। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

টয়োটার পরামর্শ

১. যদি কোনো স্প্যাম বা ফিশিং মেইল পান তবে তা spam@uce.gov ঠিকানায় ফরওয়ার্ড করুন।

২.  এ ধরনের মেইলে ক্লিক করা থেকে বিরত থাকুন। স্প্যাম চিহ্নিত করে স্প্যাম ফোল্ডারে পাঠিয়ে দিন।

৩. অনেক মেইলে দাবি করা হয় আপনি টয়োটা প্রিয়াস গাড়ি জিতেছেন। গাড়ি পেতে আপনাকে ব্যক্তিগত তথ্য কোনো হটমেইলে বা ইয়াহু মেইলে পাঠাতে বলা হয়। এ ধরনের মেইলগুলোকে ফিশিং স্ক্যাম বলে। এর উদ্দেশ্য থাকে ব্যক্তিগত তথ্য চুরি করা।

৪. টয়োটার লটারি জেতার মেইলগুলো সাধারণত জার্মান বা যুক্তরাজ্য থেকে পাঠানো হচ্ছে এমন দাবি করা হলেও এর উত্স অন্য কোনো দেশেও হতে পারে।

৫. মনে রাখবেন কোনো নামী প্রতিষ্ঠান এ রকম অনাকাঙ্ক্ষিত মেইল পাঠিয়ে আপনার ব্যক্তিগত তথ্য জানতে চাইবে না।

৬. এ রকম চাতুরীপূর্ণ মেইল পেলে সেটি ইনবক্স থেকে মুছে দিন এবং মেইলগার্ড সেটিংস উন্নত করুন। যে মেইল অ্যাড্রেস থেকে এই মেইলটি এসেছে সেটি ব্লক করে দিন।

 

ডিজিটাল প্রতারণা!

কম্পিউটার নিরাপত্তা বিশ্লেষকদের মতে, অনলাইনে লটারি জেতার মেইল হতে পারে ডিজিটাল প্রতারণার পাতা ফাঁদ। বড় কোম্পানিতে মোটা বেতনে চাকরির সুযোগ, পুলিশের বড় কর্মকর্তার ব্যক্তিগত যোগাযোগের বার্তা, উকিল নোটিশ, ঘনিষ্ঠ বন্ধুর বিশেষ অফার, সম্পত্তির ভাগ, দরিদ্রকে সাহায্য—এ রকম নানা ছুতোয় আপনার ইনবক্সে জমা হওয়া ই-মেইলে মারাত্মক ভাইরাস বা ক্ষতিকারক সফটওয়্যার লুকিয়ে থাকতে পারে।

কম্পিউটার নিরাপত্তা প্রতিষ্ঠান সিমানটেকের গবেষকেরা সতর্ক করে জানিয়েছেন, সাইবার-অপরাধীরা ব্যক্তিগত তথ্য চুরি করতে এখন নানা সুবিধার কথা জানিয়ে, নানা কৌশলে ই-মেইল করছে। এ ধরনের মেইল যারা পাঠায়, তারা এখন কৌশল পরিবর্তন করেছে। এসব মেইলের উত্তর দেওয়া তো দূরের কথা, মেইল খোলার বিষয়ে সাবধান থাকুন। এসব মেইলে যেসব লিংক দেওয়া থাকে তাতে ক্লিক করবেন না। কারণ, এগুলো কম্পিউটারের ক্ষতিকারক মারাত্মক ভাইরাস আনতে পারে, যা আপনার কম্পিউটারের নানা তথ্য চুরি করতে সক্ষম।
Md Al Faruk
Assistant Professor, Pharmacy