মহাফেজখানায় ফেসবুক টুইটারের বার্তা

Author Topic: মহাফেজখানায় ফেসবুক টুইটারের বার্তা  (Read 854 times)

Offline maruppharm

  • Hero Member
  • *****
  • Posts: 1227
  • Test
    • View Profile
প্রতিদিনের সঙ্গী হয়ে ওঠা সামাজিক যোগাযোগের ব্যবহার সংরক্ষণের ব্যবস্থা নেওয়া হচ্ছে। এরই অংশ হিসেবে সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকের গুরুত্বপূর্ণ বার্তা, খুদে ব্লগ লেখার জনপ্রিয় সাইট টুইটারের বার্তা (টুইট) সংরক্ষণের উদ্যোগ নিয়েছে যুক্তরাজ্য সরকার। প্রথমবারের মতো যুক্তরাজ্যের দ্য ন্যাশনাল আর্কাইভে যুক্ত হচ্ছে এসব বার্তা। বার্তার পাশাপাশি ভিডিও দেখার জনপ্রিয় ওয়েবসাইট ইউটিউবের নানা ভিডিও যুক্ত করা হচ্ছে এই মহাফেজখানায়৷
বর্তমানে যুক্তরাজ্যের গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আর্কাইভের আওতায় আনা হচ্ছে। ইতিমধ্যে প্রিন্স জর্জের জন্মদিনের ছবির পোস্ট, রািনর হীরকজয়ন্তীর তথ্যের ছবিসহ (স্ক্রিনশট) নানা বিষয় আর্কাইভে রাখা হয়েছে। যুক্তরাজ্য সরকারের গুরুত্বপূর্ণ রাজনৈতিক, ঐতিহাসিক এবং সাধারণ মানুষের আগ্রহ আছে এমন প্রায় ১০ লাখ তথ্য আর্কাইভে স্থান পেয়েছে।
এখন পর্যন্ত সামাজিক যোগাযোগের আর্কাইভ হিসেবে সাত হাজার ইউটিউব ভিডিও, ৬৫ হাজার টুইট, ২০১২ সালের লন্ডন অলিম্পিকের ছবিসহ নানা বিষয় যুক্ত করার বিষয়টি জানিয়েছে আর্কাইভ কতৃর্পক্ষ। ন্যাশনাল আর্কাইভের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী ও পরিচালক ক্লেম ব্রোহেয়ার, ফেসবুক ও টুইটারের পোস্ট এবং ইউটিউবের ভিডিও জনগুরুত্বপূর্ণ বিষয় হিসেবে জাতীয় আর্কাইভে যুক্ত করা হচ্ছে। —দ্য টেলিগ্রাফ অবলম্বনে কাজী আলম
Md Al Faruk
Assistant Professor, Pharmacy