২০২১ সালেই সবুজ মঙ্গল!

Author Topic: ২০২১ সালেই সবুজ মঙ্গল!  (Read 1070 times)

Offline rumman

  • Hero Member
  • *****
  • Posts: 1020
  • DIU is the best
    • View Profile
অজানাকে জানার আগ্রহে পৃথিবীর প্রতিটি ইঞ্চি এখন মানুষের হাতের মুঠোয়। উত্তর থেকে দক্ষিণ, হিমালয় থেকে সমুদ্র তলদেশ-  বাদ নেই কোনো কিছু। তবে কি হারিয়ে যাবে দুর্নিবার রোমাঞ্চ? চেনা চেনা নগর-বন্দরে মানুষের থাকবে নিত্য আসা-যাওয়া। না, রোমাঞ্চের নেশা অন্তত এ শতকে কাটছে না। তবে এবার আর পৃথিবী নয়, মঙ্গল। স্পেস জার্নালের ভাষ্যমতে, মহাকাশ গবেষণা সংস্থা নাসা লাল মঙ্গলকে সবুজ প্রান্তরে পরিণত করে ছাড়বে! এ জন্য তারা কাজও শুরু করেছে। ওয়াশিংটনে অনুষ্ঠিত ‘হিউম্যান টু মারস’ সম্মেলনে অভূতপূর্ব এ পরিকল্পনার কথা জানিয়েছেন নাসার গবেষকরা। তাঁরা জানান, ‘মারস প্লান্ট এক্সপেরিমেন্ট’ প্রকল্পের অধীনে তাঁদের পাঠানো উদ্ভিদের বীজ ২০২০-এর মাঝামাঝি মঙ্গলে পাঠানো হবে। বীজগুলোকে একটি কাচ দিয়ে ঘেরা ঘরের মধ্যে রেখে মঙ্গলের মাটিতে বপন করা হবে। ২০২১ সালের মধ্যে মঙ্গলের মাটিতে সেই বীজগুলো গাছ হয়ে উঠবে এবং বদলে দেবে পুরো গ্রহকে- এমনটাই প্রত্যাশা নাসার।
গবেষকরা জানান, তাঁদের পর্যবেক্ষণ বলছে বীজগুলো মঙ্গলের মাটিতে ১৫ দিনের মধ্যে অঙ্কুরোদগম ঘটাতে সমর্থ হবে। অত্যাধুনিক প্রযুক্তির সেই কাচ দেওয়া ঘরে অনেক ক্যামেরাও লাগানো থাকবে। যেন বীজের অঙ্কুরোদগম বিজ্ঞানীরা সরাসরি প্রত্যক্ষ করতে পারেন। যার ওপর ভিত্তি করে পরের মিশনগুলোর ব্যাপারেও সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে। নাসার বিজ্ঞানীদের ধারণা, এ প্রকল্প বাস্তবায়িত হলে শতক পূরণের আগেই বদলে যাবে মঙ্গলের আবহাওয়া। এমনকি তা মানুষ বসবাসের
উপযোগী হয়েও উঠতে পারে ভাবনার চেয়ে দ্রুতগতিতে। সূত্র : ডেইলি মেইল।
Md. Abdur Rumman Khan
Senior Assistant Registrar