এবার আসছে অ্যান্ড্রয়েড টেলিভিশন

Author Topic: এবার আসছে অ্যান্ড্রয়েড টেলিভিশন  (Read 1260 times)

Offline Md. Mahfuzul Islam

  • Newbie
  • *
  • Posts: 45
    • View Profile
খুব শিগগির বাজারে আসছে গুগলের অ্যান্ড্রয়েড টেলিভিশন। চলতি মাসের ২৫ ও ২৬ জুন সানফ্রান্সিসকোতে অনুষ্ঠেয় গুগলের বার্ষিক ডেভেলপার সম্মেলন ‘গুগল আইও’তে নতুন এ টেলিভিশন উন্মোচন করা হবে। গুগলের তৈরি বিশেষ এ অ্যান্ড্রয়েড টিভিতে টেলিভিশন অনুষ্ঠান দেখার পাশাপাশি একটি টপ বক্স সেট থাকবে। এর সাহায্যে অনলাইন থেকেও সরাসরি টেলিভিশন কনটেন্ট দেখা যাবে। সরাসরি ইন্টারনেট কনটেন্ট সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে এ বিষয়ে ইতিমধ্যে আলোচনা শুরু করেছে গুগল। আর নতুন এ পণ্য বাজারজাত করতে নেটফ্লিক্স ও হুলুপ্লাস গুগলের সঙ্গে কাজ করবে বলেও জানা গেছে। এর আগে ২০১০ সালের সম্মেলনে ঘোষণা দেওয়া গুগল টিভিতেও প্রায় একই রকম সুবিধা ছিল। তবে গুগলের সে টিভির জন্য বেশির ভাগ অ্যাপস কিনে ব্যবহার করতে হতো। তবে সে টিভির চেয়ে এবারের অ্যান্ড্রয়েড টিভির সঙ্গে থাকছে বিশেষ পরিবর্তন। অ্যান্ড্রয়েড টিভিতে শুধু সরাসরি ইন্টারনেট থেকে কনটেন্ট দেখার পাশাপাশি অ্যান্ড্রয়েড গেমও খেলা যাবে।